Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং এন্ড বায়োম্যাটেরিয়াল রিসার্চ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২ ৭৭৮৯০৩৪, ফ্যাক্স: +৮৮-০২-৭৭৮৯৩৩৭
ই-মেইল: tbbruaere@yahoo.com

 

 

এই গবেষণা কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রকার অব্যবহৃত/পরিত্যক্ত প্রাণীজ/মানবীয় টিস্যু সংগ্রহ করে বিজ্ঞান সম্মতভাবে প্রক্রিয়াজাতকরণ এবং বিকিরণের সাহায্যে জীবাণুমুক্তকরণ ও যথাযথ মান নিয়ন্ত্রণ করে পুনর্বাসন শল্য চিকিৎসায় ব্যবহারের জন্য দেশের বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করা হয়।

 

গবেষণা কার্যক্রম:

  • গামা রশ্মির সাহায্যে জীবাণুমুক্ত বিভিন্ন প্রকার মানবীয় টিস্যু গ্রাফট্‌ (অ্যামনিয়ন, অস্থি ইত্যাদি) শল্য চিকিৎসায় ব্যবহারের জন্য সংগৃহিত টিস্যু গ্রাফটের বায়োমেকানিক্যাল বৈশিষ্ট্যের উপর ফ্রিজ ড্রাইং পদ্ধতি এবং  গামা রশ্মির প্রভাব নির্ণয় ( চলমান)
  • বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টির কনজারভেটিভ ও অর্থোপেডিক্স সার্জারি বিভাগে Use of lyophilized radiation sterilized and demineralized bone matrix / granules/ bone grafts for the treatment of jaw defects and   bone gap শীর্ষক ক্লিনিক্যাল গবেষণা কাজ (যৌথভাবে চলছে)।
  • Microorganisms associated with donor tissues and the impact of physico-chemical (composition of bone and amnion membrane allografts ) on the clinical applicability of tissue allografts শীর্ষক একটি Ph.D. গবেষণা কাজ (চলমান)
  • Study on the effectiveness of tissue allografts processing steps to reduce the bioburden associated with human tissue শীর্ষক গবেষণা কাজ চলছে।

 

সেবাদানঃ

উল্লেখিত সময়ে অত্র ইনস্টিটিউটের গবেষণাগারে ৫৯৯ টি অ্যামনিয়ন মেমব্রেন (প্লাসেন্টা), ৪২১টি অস্থি সংগ্রহ করে  ও ২২৮৯টি অ্যামনিয়ন এবং ৪০৪১টি অস্থি গ্রাফ্‌ট তৈরী করা হযেছে। এ সময়ে ১১৮৩ টি  অ্যামনিয়ন, ২৯৭৭ টি বোন, ৮৪টি আই গ্রাফ্‌ট এবং ০৮ ভায়াল ডিভিএম (অস্থি) গ্র্যানিউলস প্রক্রিয়াজাতকরণ, বিকিরণের সাহায্যে জীবাণুমুক্তকরণ ও মান-নিয়ন্ত্রণ কাজ সম্পন্ন করে দেশের বিভিন্ন হাসপাতাল / ক্লিনিকে সরবরাহ করা হয়েছে। এসব টিস্যু গ্রাফট্‌ দ্বারা ১৫৫ জন ত্বকের ক্ষত ও পুড়ে যাওয়া রোগী, ২২ জন চক্ষু রোগী, ১৬২ জন অর্থোপেডিক রোগী এবং ০৭ জন দন্ত রোগীর পুনর্বাসন শল্য চিকিৎসা সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে।

সেবা দান থেকে অর্জিত আয়ঃ সেবাদানের মাধ্যমে রোগীদের থেকে প্রসেসিং চার্জ হিসাবে  সর্বমোট ৳ ১,৭১,৮৭০.০০ ( এক লক্ষ একাত্তর হাজার আটশত সত্তর টাকা ) আয় হয়েছে।

 

টিস্যু গ্রাফট্‌



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon