Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৯

ইঞ্জিনিয়ারিং এন্ড জেনারেল সার্ভিসেস বিভাগ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে  পারে।

ভূমিকা

প্রকৌশল ও সাধারণ কার্য্যনির্বাহী  বিভাগ পরমাণু শক্তি কেন্দ্র ও পরমাণু শক্তি কমিশনের অন্তর্গত সকল বিভাগসমূহে  গবেষণা ও উন্নয়ন কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি সচল রাখার লক্ষ্যে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষন, মেরামত ও স্থাপনার কাজে সহযোগীতা প্রদান করা। প্রতি বছর চাহিদা সাপেক্ষে বিদ্যুৎ, শীতাতপ, প্রয়োগালয়, পানির লাইন (প্লাম্বিং) ও কাঁচ প্রযুক্তি সংক্রান্ত সকল সেবা অভিজ্ঞ জনবলের মাধ্যমে  এই বিভাগ থেকে সেবা  প্রদান করা হয়।

 

লক্ষ্য/উদ্দেশ্য

প্রকৌশল ও সাধারণ কার্য্যনির্বাহী বিভাগ পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা এবং কমিশনের অন্তর্ভূক্ত অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানির লাইন, শীতাতপ, প্রয়োগালয় ও কাঁচপ্রযু্িক্ত সম্পর্কিত সকল সমস্যা নিরুপনসহ সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। এছাড়া জরুরী সেবা সংক্রান্ত কাজ সমূহ সুচারুরুপে  সম্পাদন করা এই বিভাগের প্রধান লক্ষ্য। 

 

কার্যক্রম
প্রকৌশল ও সাধারণ কার্য্যনির্বাহী বিভাগ বিদ্যুৎ, শীতাতপ, প্রয়োগালয়, পানির  লাইন (প্লাম্বিং)  ও কাঁচ প্রযুক্তি সংক্রান্ত সকল সেবা অত্র বিভাগের অভিজ্ঞ জনবলের মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। এছাড়া পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় দুটি  বৈদ্যুতিক সাব ষ্টেশন (১০০০ ও ৫০০ কে. ভি. এ)  রক্ষণাবেক্ষন ও মেরামতের কাজ অত্র বিভাগের মাধ্যমে সমাধান করা হয়ে থাকে। 

 

অর্জিত সাফল্য
প্রকৌশল ও সাধারণ কার্য্যনির্বাহী বিভাগ পশকেন্দ্র এবং বাপশক অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী শতভাগ সাফল্যের সাথে সেবা প্রদান করা হয়ে থাকে। 

 

অন্যান্য
পরমাণু শক্তি কেন্দ্রে অনুষ্ঠিতব্য সকল প্রকার সেমিনার,সিম্পোজিয়াম ও জাতীয়  অন্যান্য  অনুষ্ঠানে বিদ্যুৎ, পানি ও শীতাতপ নিয়ন্ত্রণে অত্র বিভাগ কর্তৃক সেবা প্রদান করা হয়।