Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোনঃ ৮৮- ০২- ৭৭৮৯২৪৮, ফ্যাক্সঃ ০২- ৭৭৮৯৬২০
ই- মেইলঃ ie@aere.org.bd

google-maps-abogados

 

 

 

পারমানবিক শক্তির  শান্তিপূর্ণ প্রয়োগ সম্ভব শুধু মাত্র ইলেক্ট্রনিক্সের সঠিক প্রয়োগের মাধ্যমে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন " শান্তির জন্য  পরমাণু শক্তি" এই কার্যক্রমের জন্য উৎসর্গীকৃত। এই উদ্দেশ্য সফল করার জন্য ১৯৮১ সালে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে প্রথম ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠিত হয়। এক দল নিবেদিত প্রাণ বিজ্ঞানী/প্রকৌশলীদের দৃঢ় সংকল্প ও লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায় এবং পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সকল কিছু সফল হয়েছে। এই ইনস্টিটিউটের মূল লক্ষ্য হল বৃহত্তর পরিসরে ইলেক্ট্রনিক্সের অবকাঠামো  তৈরী করা যা পারমানবিক এবং পারমানবিক নয় উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং সাথে ইলেক্ট্রনিক্সের উপর জ্ঞান সম্পন্ন কিছু জনবল তৈরী করা।

বিভাগ সমূহ  :

 

 

লক্ষ্য এবং উদ্দেশ্য  :

উপযুক্ত প্রযুক্তিতে ইলেক্ট্রনিক্সের উন্নয়ন ও জ্ঞান অর্জন এবং এই অর্জিত জ্ঞানের সাহায্যে দেশের উন্নয়ন ত্বরান্বিতকরণ।

 

অর্জন :

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব পোর্টেবল ডোজ রেট মিটার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব  এরিয়া রেডিয়েশন মনিটর
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব হ্যাণ্ড, ফুট এণ্ড ক্লথ রেডিয়েশন মনিটর
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব সিন্টিলেশন সার্ভে মিটার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব থাইরয়েড-আপ-টেক সিস্টেম
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ডিজিটাল পিএইচ মিটার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ডিজিটাল সয়েল পিএইচ মিটার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজড্‌ হিউমিডিটি মনিটর
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব থ্রি ফেজ মনিটর
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ড্রপ আউট রিলে
  • লাবরেটরী ব্যাঞ্চ পাওয়ার সাপ্লাই।
  • কর্ণফুলী পেপার মিল্‌স লিঃ চন্দ্রঘোনা, রাঙ্গামাটিতে নিউক্লিয়ার কন্ট্রোল সিস্টেম (NCS) স্থাপন।
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে বিভিন্ন নিউক্লিয়ার মিডিসিন এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্রে গামা ক্যামেরার উন্নতি করণ।

 

ভিএলএসআই ল্যাবরেটরী :

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন প্রোগ্রামের (ADP) অধীনে গত ২০০৬- ০৭ সালে “To set up a centre for excellence for the development of Very Large Scale Integration (VLSI) Technology in Bangladesh” নামে প্রজেক্ট চালু হয়। মাইক্রোইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে এটাই প্রথম পদক্ষেপ যা বাংলাদেশের জন্য খুলে দেবে নতুন দুয়ার। একই সাথে এই ফিল্ডে মানব শক্তি  তৈরী করার সুযোগ হবে বলে আশা করা যায়।

 

সেমিনার ও লাইব্রেরী :

সেমিনার আহ্বায়ক এবং লাইব্রেরীর দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ আবু সাঈদ হক। যদিও এইআরই ক্যাম্পাসে একটি সম্পূর্ণ লাইব্রেরী আছে তথাপি এই ইনস্টিটিউটের বিজ্ঞানী/প্রকৌশলীদের সহায়তার জন্য এর একটি নিজস্ব লাইব্রেরী আছে।বর্তমানে এখানে শুধু পেপার বেজড সংগ্রহ হলেও ভবিষ্যতে এখানে ডিজিটাল সেকশন খোলার পরিকল্পনা আছে, যাতে থাকবে ইলেক্ট্রনিক্স বই, জার্ণাল, ডকুমেন্ট ইত্যাদি। নিয়মিত ভাবে এখানে সেমিনার ও লেকচার প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যার মাধ্যমে বিজ্ঞানী/ প্রকৌশলীদের অর্জিত জ্ঞান বিনিময় হয় ও পৃথিবীর বিভিন্ন রকমের নতুন প্রযুক্তি সম্পর্কে জানা যায়।

 

বৈজ্ঞানিক ভাণ্ডার :

ইনস্টিটিউটের বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষকদের দ্বারা পরিচালিত গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের কাজে সহযোগিতার জন্য প্রয়োজনীয় কম্পোনেন্ট, টুলস্‌, ইস্ট্রুমেন্ট ইত্যাদি ভাণ্ডার হতে উত্তোলন করা হয়। ইনস্টিটিউটের ডিজাইনকৃত, উন্নয়নকৃত এবং তৈরীকৃত যন্ত্রপাতি ইত্যাদি ভাণ্ডারে জমা করে রাখা হয় এবং এখান হতে বাপশক (BAEC) র বাইরে এবং ভিতরে বিক্রয় করা হয়। বর্তমানে এখানে পেপার বেজ্‌ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু আছে, ভবিষ্যতে এখানে আধুনিক ও কম্পিউটারাইজড্‌ ম্যানেজম্যান্ট সিস্টেম চালু করার পরিকল্পনা আছে।

 

সিটিজেন চার্টার :

  • ইলেক্ট্রনিক্স এবং নিউক্লিয়ার ইকুইপমেন্টের ডিজাইন, উন্নয়ন, পরিকল্পনা এবং উন্নীত করন ও এই সকল যন্ত্রের বিক্রয়ের জন্য ল্যাবরেটরী স্কেলে প্রোডাকশন।
     
  • নিউক্লিয়ার ও ক্লাসিফাইড ইলেক্ট্রনিক যন্ত্রপাতির মেরামত, রক্ষণাবেক্ষণ ও স্থাপনার জন্য এক্সপার্ট সার্ভিস প্রদান ।
     
  • মানব শক্তি তৈরী এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের জন্য ইন্ডাষ্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং কার্যক্রম পরিচালনা করা হয়।
     
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের প্রজেক্ট ওয়ার্ক অথবা থিসিস ওয়ার্ক তত্ত্ববধানের মাধ্যমে শিক্ষাগত কার্যক্রম পরিচালনা করা হয়।
     

বিভিন্ন রকমের ডিজাইনকৃত, উন্নয়ন ও তৈরী করা যন্ত্রপাতির মূল্য তালিকাঃ

ক্রমিক নং

সেবার নাম

“ফি” (টাকা)

১.

হ্যান্ড এন্ড সু কন্টামিনেশন মনিটর

৫,০০,০০০.০০

২.

এরিয়া রেডিয়েশন মনিটর

১,০০,০০০.০০

৩.

পোর্টেবল ডোজ রেট মিটার

৭৫,০০০.০০

৪.

ডিজিটাল পিএইচ মিটার

৩৫,০০০.০০

৫.

ডিজিটাল সয়েল পিএইচ মিটার

৪০,০০০.০০

৬.

ডিসি পাওয়ার সাপ্লাই (ডুয়াল)

২০,০০০.০০

৭.

ডিসি পাওয়ার সাপ্লাই (সিঙ্গেল)

৭,০০০.০০

৮.

হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই

১৫,০০০.০০

৯.

এসি ভোল্টেজ স্ট্যাবিলাইজার (১০০০ ভিএ)

৩,৫০০.০০

১০.

এসি ভোল্টেজ স্ট্যাবিলাইজার (৫০০ভিএ)

২,৫০০.০০

১১.

ড্রপ আউট রিলে (মডেল- বি)

১,৫০০.০০

১২.

ফাংশন জেনারেটর

১০,০০০.০০

১৩.

ফ্রিকোয়েন্সি কাউন্টার

৮,০০০.০০

১৪.

ক্যালিব্রেশন/ প্যারামিটার

৩,০০০.০০

১৫.

টেস্টিং

২৫,০০০.০০

১৬.

রিপিআর এন্ড মেইনটেনেন্স
২০০০.০০

১৭.

কনসালটেন্সি

কাজের ধরনের উপর নির্ভরশীল



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon