Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২২

পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রাম

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

ভূমিকা

নিরাপদ খাদ্য ও পরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। খাদ্য ও পরিবেশে মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তার উপস্থিতি মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে থাকে। বাংলাদেশ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করে থাকে, তাই এসব খাদ্যে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে ১৯৮৬ সালে সংঘটিত চেরনোবিল নিঊক্লিয় দুর্ঘটনার পর খাদ্যে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১৯৮৭ সালে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম  এ তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার চালু করে। পরবর্তীতে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের তেজস্ক্রিয়তার মাত্রা নিরুপণ ও পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১০ সালের জানুয়ারী মাসে পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রাম প্রকল্প স্থাপন শুরু করে । পরবর্তীতে ২০১৩ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রাম উদ্বোধন করেন। পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা এবং পারমাণবিক, ভৌত ও জীববিজ্ঞান বিষয়ে গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডসমূহ সম্প্রসারণের মাধ্যমে অত্র অঞ্চলের গবেষকদের গবেষণার সুযোগ তৈরী করাও এই কেন্দ্রের একটি অন্যতম উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর ২০১৪ সাল থেকে তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার এই কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।

 

উদ্দেশ্যসমূহ

  • তেজস্ক্রিয় দূষণ থেকে পরিবেশ ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
  • পারমাণবিক কার্যক্রম এবং তেজস্ক্রিয় বর্জ্য অপসারণ দ্বারা সমুদ্র ও উপকূলীয় পরিবেশ দূষণের মাত্রা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা।
  • পরিবেশগত সমস্যা সমাধানে গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা।
  • গবেষণার মাধ্যমে অন্যান্য বৈজ্ঞানিক প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার হাত প্রসারিত করা।
  • নিঊক্লিয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরী করা।

 

গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডসমূহ

  • স্থলজ, জলজ, উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের তেজস্ক্রিয়তার মাত্রা পর্যালোচনা করা।
  • Naturally Occuring Radioactive Material (NORM) এবং Technologically Enhanced NORM (TENORM) অধ্যয়ন করা।
  • তেজস্ক্রিয় বাস্তুসংস্থান অধ্যয়ন করা।
  • পরিবেশের বিভিন্ন উপাদানে ভারী ধাতুর উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা।
  • সরকারি, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় / কলেজের গবেষক, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উচ্চতর ডিগ্রী (যেমন: এম.এস. / এম. ফিল. / পিএইচডি ইত্যাদি) অর্জনে গবেষণা তত্ত্বাবধান করা।
  • বিভিন্ন জাতীয় এবং আন্তজাতিক সংস্থার গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সমন্বয় সাধন করা বিশেষভাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এর বিভিন্ন প্রকল্পের সমন্বয় সাধন করা।
  • বিজ্ঞান বিষয়ক সভা, সেমিনার, কর্মশালা আয়োজন ও অংশগ্রহণ করা।

 

সুযোগ-সুবিধাসমূহ

() গামা বিশ্লেষণ গবেষণাগার (GSL)

বিকিরণ নিয়ন্ত্রণ, পরিবেশগত বিভিন্ন উপাদানে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ এবং তেজস্ক্রিয় জরুরী অবস্থায় এই গবেষণাগার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও আয়নীকরণ বিকিরণ এর ক্ষতিকর প্রভাব থেকে জীবন, সম্পদ ও পরিবেশ রক্ষা করার জন্য এই গবেষণাগার গবেষণা ও রুটিন মাফিক কার্যক্রম পরিচালনা করছে। পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭, এস.আর.ও নং-২০৫-আইন/৯৭ অনুযায়ী আমদানিকৃত খাদ্যসামগ্রীর তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ তেপমগ, চট্টগ্রাম এর একটি অত্যাবশ্যকীয় কাজ। এই গবেষণাগার -এ অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গবেষণা কর্মকান্ড সম্পাদন ও নাগরিক সেবা প্রদান করা হয়ে থাকে। উল্লেখযোগ্য যন্ত্রপাতির মধ্যে রয়েছে

 

  • High Purity Germanium (HPGe) Detector
  • Broad Energy Germanium (BEGe) Detector
  • Portable High Purity Germanium (HPGe) Detector
  • Various Radiation Survey Meters
  • Global Positioning System (GPS) machine

 

গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডসমূহ

  • Establishing a Benchmark for Assessing the Radiological Impact of Nuclear Power Activities on the Marine Environment in the Asia Pacific Region (IAEA/RCA Project RAS/7/016)
  • Harmonizing Nuclear and Isotopic Techniques for Marine Pollution Management at the Regional Level (IAEA/RCA Project RAS/7/019)
  • Marine Benchmark Study on the Possible Impact of the Fukushima Radioactive Releases in the Asia-Pacific Region (IAEA/RCA Project RAS/7/021)
  • Supporting Nuclear and Isotopic Techniques to Assess Climate Change Impact for Sustainable Marine Ecosystem Management (IAEA/RCA Project RAS/7/024)
  • Enhancing Regional Capabilities for Marine Radioactivity Monitoring and Assessment of the Potential Impact of Radioactive Releases from Nuclear Facilities in Asia-Pacific Marine Ecosystems (IAEA/RCA Project RAS/7/028)
  • Improved Assessment of Initial Alarms from Radiation Detection Instruments (IAEA/CRP Project J02005)

 

প্রদত্ত সেবাসমূহ

নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে GSL নিম্নলিখিত সেবা প্রদান করে থাকে:

  • আমদানিকৃত ও রপ্তানিযোগ্য খাদ্যসামগ্রীর তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষণ।
  • মাটি, পানি ও পরিবেশের বিভিন্ন উপাদানে তেজস্ক্রিয় দূষণের মাত্রা নির্ণয়।
  • সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীতে তেজস্ক্রিয় দূষণের মাত্রা নির্ণয়।
  • তেজস্ক্রিয় পদার্থ পরিবহনে বিকিরণ নিয়ন্ত্রণ সেবা প্রদান।
  • শিল্প-কারখানা, রেডিওথেরাপি, এক্স-রে স্থাপন ও অন্যান্য বিকিরণ সোর্স ব্যবহারকারী প্রতিষ্ঠানে বিকিরণ নিয়ন্ত্রণ সেবা প্রদান।
  • জাহাজ-ভাঙ্গা শিল্পের ছাঁট সামগ্রীর (scrap material) বিকিরণ মাত্রা পরীক্ষণ।
  • পরিবেশ ও কর্মস্থলে বিকিরণ মাত্রা পরীক্ষণ।

 

(খ) বিশ্লেষণী রসায়ন গবেষণাগার (ACL)

অত্যাধুনিক বিশ্লেষণী যন্ত্রপাতিসমৃদ্ধ এই গবেষণাগারটি বিভিন্ন নমুনায় বিষাক্ত ও প্রয়োজনীয় ট্রেস উপাদান বিশ্লেষণ করার এবং বিশ্লেষণের পদ্ধতিগত উৎকর্ষ সাধনের কাজে নিয়োজিত। এছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডের আওতায় বিশেষ করে পরিবেশ দূষণজনিত (মাটি, পানি ও পরিবেশ ইত্যাদি) গবেষণা সম্পাদন করা হয়। এই গবেষণাগার এ উল্লেখযোগ্য যন্ত্রপাতির মধ্যে রয়েছে

  • Double beam Atomic Absorption Spectrophotometer (AAS)
  • Bench Top pH meter
  • Digital Balance
  • Different Environmental Sample Digestion Facilities
  • Furnace, Lab Oven etc.

 

গবেষণা উন্নয়ন কর্মকান্ডসমূহ

  • Evaluation of heavy elements in soil, sediment and surface water to assess the ship breaking activities in the coastal zone of Sitakunda, Chittagong area, Bangladesh.
  • Study of heavy element concentrations in tannery effluents of Chittagong industrial area, Bangladesh.
  • Assessment of heavy metal concentrations in some popular farm fish and their corresponding artificial fish-feeds of Chittagong area, Bangladesh.
  • Study of heavy metal concentrations in some imported fish species and its impact on common food stuff.
  • Assessment of heavy metal concentrations in broiler chicken and their corresponding poultry feeds collected from different farms in Chittagong.
  • Analysis of heavy metals in soil and sediment of St. Martin’s Island, Bangladesh.
  • Assessment of heavy metals in surface and sub-surface soils, sediments and water samples in Kutubdia Island, Cox’sBazar, Bangladesh.
  • Study of heavy metal concentration of some economically important fish species in the Karnafully estuary, Chittagong, Bangladesh.
  • Assessment of heavy metal in some marine biotic and abiotic components collected from Parkey Beach area, eastern coastal side of the Bay of Bengal of Chittagong region.
  • Assessment of selected heavy metals in road-dust collected from Chittagong City Corporation area.

 

প্রদত্ত সেবাসমূহ

বিশ্লেষণী রসায়ন গবেষণাগার নির্ধারিত ফি গ্রহণ সাপেক্ষে নিম্নলিখিত সেবা প্রদান করে থাকে।

  • পলি, মাটি ও অন্যান্য ভূ-প্রাকৃতিক নমুনায় ভারী ধাতুর পরিমাণ নির্ণয়।
  • ভূ-গর্ভস্থ এবং উপরস্থ পানিতে আর্সেনিক এবং অন্যান্য বিষাক্ত উপাদান-এর উপস্থিতি সনাক্তকরণ ও পরিমাণ নির্ণয়।
  • সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীতে ট্রেস উপাদান-এর পরিমাণ নির্ণয়।
  • শিল্প-কারখানার কাঁচামাল এবং প্রস্তুতকৃত দ্রব্যাদিতে ভারী ধাতুর পরিমাণ নির্ণয়।
  • মাছ, চিংড়ি, শামুক ও অন্যান্য জৈবিক নমুনায় ভারী ধাতুর পরিমাণ নির্ণয়।

 

গত ০৫ বছরে অর্জিত সাফল্য (২০১২ - ২০১৬)

  • মোট প্রদত্ত সেবা : ৪৬৩৭২
  • মোট আয় : ৫৪,৫২,১৮,৪৪০ টাকা
  • সম্পন্নকৃত গবেষণা ও উন্নয়ন প্রকল্প-এর সংখ্যা : ২০
  • মোট গবেষণা তত্ত্বাবধান (এম.এস. / এম. ফিল. / পিএইচডি) : ২৫
  • বিভিন্ন জার্নালে প্রকাশিত মোট প্রবন্ধ : ১০

 

ফি এবং নমুনা সংক্রান্ত যেকোন তথ্য নিম্নের উৎস হতে জানা যাবে

       ১। বাংলাদেশ গেজেট সংশোধনী ৭ই জৈষ্ঠ্য ১৪০৫ / ২১ শে মে ১৯৯৮ এর প্রজ্ঞাপন

       ২। www.baec.gov.bd

      ৩। https://www.facebook.com/aecc.baec

 

সময়সূচী

কার্যদিবস: রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারী ছুটির দিন ব্যতীত)।

সেবাদানের সময়: সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অফিস ছুটির পর এবং ছুটির দিনেও তেজস্ক্রিয়তা পরীক্ষণ সেবা প্রদান করা হয়।

 

যোগাযোগ

যেকোন তথ্যের প্রয়োজনে নিম্নের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা যাবে:

১। পরিচালক, ফোন: ০৩১-২৫৮৪৮৯৫

২। তথ্য প্রদানকারী কর্মকর্তা, ফোন: ০৩১-২৫৮৪৮৯৬

এছাড়াও জরুরী প্রয়োজনে অত্র প্রতিষ্ঠানে কর্মরত যে কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যাবে। কর্মকর্তাগণের সাথে যোগাযোগের নম্বর উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon