Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০২১

ইনমাস, ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস, ময়মনসিংহ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সস, ময়মনসিংহ, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু শক্তির শান্তি পূর্ণ ব্যবহার ব্যবহারে দৃঢ় প্রত্যোয়ী। দেশের আরও ১৫ টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সস-এর মত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্স, ময়মনসিংহ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার তথা পরমাণু চিকিৎসা (নিউক্লিয়ার মেডিসিন) সেবা প্রদান করে আসছে। এই প্রতিষ্ঠানে নিউক্লিয়ার মেডিসিনের সকল প্রকার জটিল পরীক্ষা-নিরীক্ষা করা হয় (PETCT ব্যাতিত)। বাংলাদেশ শুধুমাত্র এই প্রতিষ্ঠানে বিশেষ কিছু দুলর্ভ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এই প্রতিষ্ঠান হাইপারথাইরডিজম, থাইয়েড ক্যান্সার এর জন্য রেডিও আয়োজন থ্যারাপি দিয়ে থাকে । বোন ক্যান্সারের ব্যাথা কমানোর জন্য চিকিৎসা প্রদান করা হয় । অত্র প্রতিষ্ঠানের সকল পরীক্ষা-নিরীক্ষা করা হয় সরকার কর্তৃক নির্ধারিত কম মূল্যে। এই কেন্দ্রে রেডিওইমোনোএ্যাসের মাধ্যমে ২৫টি হরমোন ও ক্যান্সার মার্কার পরীক্ষার ব্যবস্থা রয়েছে । বিশেষ ভাবে প্রশিক্ষিত ও ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন নিউক্লিয়ার মেডিসিনের বিশেষায়িত ডাক্তার, টেকনেশিয়ান ও স্টাফ একসাথে কাজ করেন যারা সর্বোত্তম চিকিৎসা সেবা দেয়ার ব্যাপারে বিশেষ ভাবে মনোযোগী।

 

এই প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডক্যাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত নিউক্লিয়ার মেডিসিনের এমডি রেসিডিয়ানসি কোর্স চালু করার ব্যাবস্থা করছে । স্নাতকোত্তর বিভিন্ন শাখায় অধ্যায়ণরত চিকিৎসক বৃন্দ এই প্রতিষ্ঠানে নিয়মিত এমডি রেসিডিয়ানসি কোর্সে (রেডিওলজি, সার্জারী, পেডিয়েট্রিক সার্জারী এন্ড গাইনোকোলজি) অ্যাট্যাচমেন্ট ট্রেনিং করছে। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন বিভাগের বেশ কিছু সংখ্যাক ছাত্র-ছাত্রী M Phil. PhD. & MD কোর্স সম্পন্ন করেছে এবং এই প্রক্রিয়া এখনও চলছে। এই ইনস্টিটিউটের বেশ কিছু গবেষণা M Phil. PhD. & MD কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। বেশীর ভাগ প্রকাশনীর সারসংক্ষেপ ইউ, এস ন্যাশনাল লাইব্রেরীতে (Pob Med) পাওয়া যাবে। অনলাইনে কিছৃ পূর্ণ আর্টিক্যালও পাওয়া যাবে।