Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২২

স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে। 

ভূমিকা

ষাটের দশকের শুরুতে প্রতিষ্ঠিত পরমাণু শক্তি কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ  বিভাগ স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগ। পরিবেশগত বিকিরণ মাত্রা ও পরিবেশগত নমুনার তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার পটভুমি নির্ণয় এবং বাংলাদেশের সর্বত্র বিকিরণ সুরক্ষা ও নিরাপত্তা এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এ বিভাগের দায়িত্ব। শিল্প, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে কর্মরত বিকিরণ কর্মীদের বিকিরণ সুরক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য আয়নায়নকারী উৎস ব্যবহারকারী কর্মীদের এবং রোগীদের স্বাস্থ্য সেবার উন্নয়ন ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

উদ্দেশ্য/ লক্ষ্য​

  • পরিবেশগত বিকিরণ মাত্রা ও পরিবেশগত নমুনার তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার পটভুমি নির্ণয় এবং পারমাণবিক স্থাপনায় দুর্ঘটনার কারণে পরিবেশগত বিকিরণ মাত্রার পরিবর্তন অবলোকন করা। এ ছাড়া উক্ত উপাত্ত হতে গণ সম্পাত নির্ণয়।
  • পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিধিমালা (পানিবিনি বিধিমালা)-১৯৯৭ অনুযায়ী বিকিরণ মাত্রা নির্ধারিত সীমার নিচে রাখার জন্য দেশ ব্যাপী বিকিরণ কর্মীদের পেশাগত সম্পাত নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং কর্মস্থলের বিকিরণ মাত্রা নিয়ন্ত্রণ ও নিরূপন করা।

 

কার্যক্রম (গবেষণা ও উন্নয়ন/সেবা)

গবেষণা কার্যক্রমঃ

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পরিবেশগত বিকিরণ ও তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয়।
  • বাংলাদেশের সর্বত্র পরিবেশগত তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার পটভুমি নির্ণয়।
  •  পরিবেশগত বিভিন্ন নমুনা (যেমন: মাটি, পানি, বায়ু, শাক-সবজি, ঘাস ইত্যাদি) তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয়।
  • মাটির গুনাগুনের প্রভাবে মাটি থেকে খাদ্যশস্যে রেডিওনিউক্লাইডের ট্রান্সফার ফ্যাক্টর নির্ণয়।
  • TLD দ্বারা কার্ডিওলজিষ্ট, টেকনিশিয়ান এবং শিশু রোগীসহ অন্যান্য রোগীদের এফেক্টিভ ডোজ নির্ণয়।
  • TLD দ্বারা বিকিরণ কর্মীদের extremity dose নির্ণয়।
  • TLD দ্বারা বিকিরণ কর্মীদের eye dose নির্ণয় ।
  • TLD দ্বারা PET-CT and Cyclotron-এর স্থাপনার বিকিরণ সম্পাত নির্ণয়।
  • TLD সিস্টেম-এর বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা ।
  • ব্যক্তি পরিবীক্ষণ সেবাদানের Quality Management System তথ্য ভান্ডার উন্নত করার জন্য TLD reader এবং TL Cards-এর কার্যক্ষমতা পর্যবেক্ষণ ।

 

রুটিন/সেবা কার্যক্রম

১। পানিবিনি বিধিমালা-১৯৯৭ অনুযায়ী

  • আইসিডি কমলাপুর, এয়ারপোর্ট কাষ্টমস সহ দেশের বিভিন্ন কাষ্টমস কর্তৃপক্ষ (চট্রগ্রাম বন্দর কাষ্টমস ছাড়া) কর্তৃক প্রেরিত আমদানিকৃত বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্যের তেজস্ক্রিয়তার পরিমাণ নির্ণয় করে ছাড়পত্র প্রদান।
  • ব্যক্তি পরিবীক্ষণ (Personnel Monitoring) সেবাদান কর্মকান্ডের আওতায় দেশব্যাপী সরকারি ও  বেসরকারি সংস্থায় কর্মরত বিকিরণ কর্মীদের কর্মক্ষেত্রে বিকিরণ সম্পাত নির্ণয়।
  •  পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-এর বিভিন্ন বিভাগের তেজস্ক্রিয় পদার্থ/ আয়নায়কারী যন্ত্র-সমূহের বিকিরণ সুরক্ষা সেবা প্রদান


২। ZnS কাউন্টারের সাহায্যে পানিতে  গ্রস আলফা এবং গ্রস বিটা মাত্রা নির্ণয়।

৩। দেশব্যাপী আয়নায়কারী বিকিরণ ব্যবহারকারী প্রতিষ্ঠান কর্তৃক লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্মস্থলের বিকিরণ সুরক্ষা  পর্যালোচনা।

 

সাফল্য/অর্জন

গবেষণাঃ

  • Environmental Radioactivity Monitoring on Nuclear Power Plant এর আওতায় পরিবেশগত তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয়ের উদ্দেশ্যে রূপপুর, পাবনা হতে মোট ৯৫টি বিভিন্ন নমুনা  (৫৩টি মাটি, ২২টি পানি এবং ১০টি সব্জি) সংগ্রহ করে গামা স্পেকট্রোমেট্রি মেথোডের সাহায্যে HPGe ডিটেক্টর দ্বারা নমুনাসমুহের কাউন্ট নেয়া এবং  তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয়ের  কাজ সম্পন্ন হয়েছে ।
  • আই,এ,ই,এ (IAEA) এর ইন্টারকম্পারিজনে অংশগ্রহণ: আই,এ,ই,এ (IAEA) এর উদ্যোগে পরিচালিত বিশ্বের বিভিন্ন ল্যাবের সাথে মাটিতে Ra-226 এবং পানিতে প্রাকৃতিক রেডিওনিউক্লাইডের পরিমাণ নির্ণয়ের দক্ষতার পরীক্ষায় অংশগ্রহণ ।

 

সেবা (০১/০৭/২০০৮ থেকে ৩০/০৬/২০১৮)

  • বিগত পাঁচ বছরে আমদানিকৃত ও রপ্তানিতব্য প্রায় ১৩৮৬৮ টি বিভিন্ন প্রকারের  খাদ্যদ্রব্যের নমুনার (দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য  এবং অন্যান্য দ্রব্য) তেজস্ক্রিয়তার মাত্রা (সিজিয়াম-১৩৭) পরীক্ষা করে তার সনদপত্র কাস্টমস কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে, যার ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষ আমদানিকৃত মালামাল বাজারজাত করার অনুমতি দিয়ে থাকেন।
  • এ পর্যন্ত দেশব্যাপী সরকারি ও বেসরকারি ৩২৭৭ টি প্রতিষ্ঠানের ৭২২৫ জন বিকিরণ কর্মীকে ব্যক্তি পরিবীক্ষণ সেবাদান কর্মকান্ডের আওতায় আনা হয়েছে, যাদেরকে প্রতি তিন মাস অন্তর অন্তর মনিটরিং করে প্রাপ্ত ডোজ মাত্রা রিপোট আকারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।বিগত পাঁচ বছরে ৫৩৫৪১ বার ডোজ পরিমাপ করা হয়েছে।
  • ওয়াসা কর্তৃক সরবরাহকৃত খাবার পানির গ্রস আলফা এবং গ্রস বিটা মাত্রা নির্ণয় করা হয়েছে।

 

প্রশিক্ষণ কর্মশালার আয়োজন (০১/০৭/২০০৮ থেকে ৩০/০৬/২০১৮)

  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও জাপান এটমিক এনার্জি এজেন্সি কর্তৃক যৌথভাবে Environmental Radioactivity Monitoring কোর্স সম্পন্ন করা হয়েছে।
  • পেশাগত বিকিরণ কর্মীদের জন্য বিকিরণ সুরক্ষার উপর ৩ টি স্থানীয় প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে।


শিক্ষা কার্যক্রম (০১/০৭/২০০৮ থেকে ৩০/০৬/২০১৮)

  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে এম.ফিল. (নিউক্লিয়ার মেডিসিন-পার্ট-১) শিক্ষার্থীদের বিকিরণ সুরক্ষা ও স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান  বিষয়ের উপর তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাশ প্রদান।
  • বিগত ৭.৫ বছরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বমোট ৬৪ জন এম.এসসি., ০২ জন এম.ফিল. ও ০১ জন পিএইচ.ডি. গবেষণা প্রবন্ধের তত্ত্বাবধান করা হয়েছে।
     

অন্যান্য (যদি থাকে) 

আই,এ,ই,এ প্রকল্প ( IAEA Projects):

A. IAEA TC project: Strengthening National Capacity for the Protection of Workers Exposed to Ionizing Radiation and the Public (BGD 9015)

B. IAEA Non RCA project:

1) Strengthening the Transfer of Experience Related to Occupational Radiation Protection in the Nuclear Industry and Other Applications Involving Ionizing Radiation (RAS/9/064).

2) Harmonizing Approaches and Measures for Radiation Protection of the Public and the Environment in Line with the International Safety Standards (RAS/9/069).

3) Enhancing National Capabilities on Occupational Radiation Protection in Compliance with Requirements of the New InternationalBasic Safety Standards (RAS9/080)

4) Strengthening Public and Environmental Radiological Protection in the Asia-Pacific Region (RAS9/078)

 

  • IAEA Coordinated Research Project

1) In-Situ measurements for rapid environmental mapping of contaminated sites (IAEA Research Contract No. 18197/Ro)

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon