Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জানুয়ারি ২০২৫

ইনমাস, মহাখালী, ঢাকা

পরমাণু চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার কর্তৃক ০৮(আট) টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ০৮(আট) টি পরমাণু চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের আওতায়  ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), মহাখালী, প্রতিষ্ঠিত হয়। এই জনকল্যাণমুখী প্রকল্পের উদ্দেশ্য ছিল পরমাণু চিকিৎসা সেবা সহজীকরন ও ক্যান্সার মোকাবেলায় জনগণের পাশে দাঁড়ানো। অত্র প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে রোগ নির্ণয় এবং থেরাপিউটিক সেবা প্রদান করা হয়, যা রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করার পাশাপাশি জাতীয় স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।

 

ইনমাস, মহাখালী একটি আধুনিক ছয় তলা বিশিষ্ট ভবন, যা দেশের স্বাস্থ্যসেবা পরিকাঠামোতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত, যা বৃহৎ জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য উন্মুক্ত। এই ইনস্টিটিউটের অবস্থান অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্টানের সাথে সহযোগিতার সুযোগ তৈরি করেছে, যা সেবা ও গবেষনার পরিধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। 

 

নিউক্লিয়ার মেডিসিন, যা রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য মানব শরীরের উপযোগী তেজস্ক্রিয়  পদার্থ ব্যবহার করে, বিভিন্ন রোগের প্রাথমিক সনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসায়  বিশেষ করে ক্যান্সার এবং থাইরয়েড সমস্যার ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা প্রদানে সক্ষম। এই উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা নির্ভুলভাবে রোগনির্ণয় করা এবং কার্যকর চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর।


লক্ষ্য ও উদ্দেশ্য

  • আধুনিক পরমাণু চিকিৎসা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সহজে ও সুলভ মূল্যে দেশের সকল নাগরিকতে স্বাস্থ্যসেবা প্রদান।
  • PET-CT, Bone Scan, Renogram, RIA (Radioimmunoassay), CLIA (Chemiluminescence Immunoassay) এবং থাইরয়েডসহ যেকোনো পরীক্ষণ সেবা প্রদান। 
  • অবকাঠামোগত উন্নয়ন, উন্নত গবেষণা, অংশীদারিত্ব গঠন এবং উচ্চশিক্ষা প্রোগ্রাম উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা বিশেষ করে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাকে উন্নততর করা।
  • বিদ্যমান আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে পরমাণু চিকিৎসার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে জাতীয় স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা।

বিদ্যমান সেবা

  • সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফি এবং কালার ডপলার টেষ্ট
  • থাইরয়েড ফলো-আপ, থাইরয়েড স্ক্যান ও আপটেক
  • PET-CT (Positron Emission Tomography-Computed Tomography)
  • DTPA Renogram (Diethylenetriamine Pentaacetate Renal Scintigraphy)
  • DMSA স্ক্যান
  • Bone স্ক্যান
  • সকল ধরনের ইন ভিট্রো হরমোন পরীক্ষা
  • রেডিও-আয়োডিন থেরাপি
  • রোগীর প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরমাণু চিকিৎসা পরীক্ষা
  • নাগরিক সনদে অন্তর্ভুক্ত অন্যান্য সেবাসমূহ

যোগাযোগ

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)

খ -৬/৩৩, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাস

মহাখালী, ঢাকা-১২১২।

অফিস পার্সোনেল