Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৯

এক্সিলারেটর ফ্যাসিলিটিজ বিভাগ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

 

গবেষণা কার্যক্রমঃ

৩ মিলিয়ন ভোল্ট ভ্যান্ডি গ্রাফ এক্সিলারেটর (KN 3000, HVEC, USA) একটি ত্বরক যন্ত্র যা ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় স্থাপিত হয়। ৫০বছরের ও বেশী পুরনো এই মেশিনটি এখনো সচল রয়েছে।ভ্যানডি গ্রাফ এক্সিলারেটর ৩ মিলিয়ন ইলেট্রন ভোল্ট শক্তি সম্পন্ন প্রোটন বীম উৎপন্ন এবং এক্সিলারেট করতে সক্ষম, যার Current range ন্যানো থেকে মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে। গবেষকগণ প্রোটন বীম এবং অ্যাক্সিলারেটর গবেষণাগার ব্যবহার করে I BA techniques PIXE, PIGE –এর মাধ্যমে পরিবেশ, স্বাস্থ্য, জৈব, কৃষি, শিল্প ইত্যাদি ক্ষেত্রে গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন। এক্সিলারেটর ফ্যাসিলিটিস বিভাগের প্রধান উদ্দেশ্য হলোঃ

  • ৩ মিলিয়ন ভোল্ট ভ্যানডিগ্রাফ এক্সিলারেটর এবং সাব সিস্টেম চালনা ও রক্ষণাবেক্ষণ
  • অ্যাক্সিলারেটরের আয়ন বীম ব্যবহার করে স্বাস্থ্য, পরিবেশ, কৃষি এবং শিল্প ক্ষেত্রে গবেষণা কাজ সম্পাদন
  • এক্সিলারেটরের বীম ব্যবহারের সুযোগ দিয়ে গবেষণায় সহায়তা প্রদান।  

 অত্র বিভাগে বর্তমানে নিন্মলিখিত গবেষণা কার্যক্রম চলমানঃ

১. শিল্প, গবেষণা, স্বাস্থ্য, পরিবেশ এবং কৃষি ইত্যাদি ক্ষেত্রে গবেষণা কাজের জন্য উচ্চ শক্তির আয়ন বীম প্রয়োগ

২. চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার মাটি দূষণের মাত্রা এবং তেজস্ক্রিয়তা নিরূপন করা

     ৩. ওষধি গাছের elemental data base তৈরী করা

৪. ঢাকা শহরের দূষিত জলাশয়ের মাছ এবং তলা নির toxicity নিরূপনকরা

৫. প্রাকৃতিক দুর্যোগের দ্বারা পরিবেশ দূষণের মাত্রা নিরূপণ করা

৬. PIXE এবং Gamma Spectroscopy পদ্ধতির সাহায্যে বাংলাদেশের বিভিন্ন Waterfall Areas এর Environmental   Toxicity এবং Radionuclide Detection

৭. শিশু খাদ্যের elemental concentration এবং radioactivity নিরূপন করা|

উল্লেখিত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনার কিছু অংশ সম্পূর্ন রূপে শুকানো হয় এবং মিহি গুড়া করা হয়।অতঃপর বিভিন্ন নমুনার মিহি গুড়া থেকে ৭মিমি ব্যাস এবং ১মিমি পুরুত্বের পিলেট তৈরি করা হয়। তদানুসারে পিলেটগুলো ফ্রেমে বসানো হয় এবং অ্যাকসিলারেটর ২.৫ MeV প্রোটন বীমের সাহায্যে ইরাডিয়েশন করার জন্য সংরক্ষিত করা হয়। data acquisition করার জন্য MAESTRO-32 সফট্ওয়্যার ব্যবহৃত হয় এবং GUPIX/DAN-32 এর সাহায্যে Spectrum data analysis করা হয়।

 

শিক্ষা বিষয়ক কার্যক্রমঃ

এক্সিলারেটর ফ্যাসিলিটিস বিভাগ proton beam সরবরাহ, sample irradiation এবং IBA technique PIXE/ PIGE ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে নিউক্লিয়ার ফিজিক্স, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে এমএসসি, এমফিল ও পিএইচডি থিসিস গবেষণার কাজ করে থাকে।

 

সেবা প্রদানঃ

এই বিভাগ হতে কোন বানিজ্যিক সেবা প্রদান করা হয়না।

 

প্রধান গবেষণা সুবিধাঃ

 তিন মিলিয়ন ভোল্ট ভ্যান্ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর, Analyzing ম্যাগনেট পাওয়ার সাপ্লাই ইউনিট, IBA স্ক্যাটারিং চেম্বার, PIGE গবেষণার জন্য HPGe ডিটেক্টর, PIXE গবেষণার জন্য [Si(Li)]ডিটেক্টর, Gamma Spectroscopy System, লিকডিটেক্টর, ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, কার্বন কোটার ইউনিট, হাইড্রলিক প্রেসপিলেট মেকার, ফ্লেক্সি-ড্রাই এমপি কনট্রোল ডরেইট ফ্রিজার সিস্টেম, ইত্যাদি।

 

ভ্যান্ ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর

IBA স্ক্যাটারিং চেম্বার