Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২০

নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি বিভাগ

নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি বিভাগ

নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি বিভাগ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) এ পারমাণবিক  সাইবার নিরাপত্তা সংক্রান্ত  গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী এবং ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা শীগ্রই রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নের মধ্যে দিয়ে পরমাণু বিদ্যুৎ শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দেশ হিসাবে পদার্পণ করব। তাছাড়াও আমাদের ৩ মেগাওয়াট ট্রিগা মার্ক-২  গবেষণা চুল্লি এবং স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কৃষি ও শিল্প ক্ষেত্রে বিভিন্ন তেজক্রিয় উৎসের শান্তিপূর্ণ ব্যবহার রয়েছে। এসব স্থাপনা সমূহ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইনস্ট্রুমেন্টশন কন্ট্রোল সিস্টেম, ফিজিক্যাল নিরাপত্তা সিস্টেম সমূহ বহুলাংশে সফটওয়্যার ও বিভিন্ন ধরণের ডিজিটাল ইকুইপমেন্ট ও কানেক্টভিটি ব্যবহার করে যা সাইবার হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে টেকনিক্যাল সাপোর্ট অর্গানাইজেশন হিসাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পারমাণবিক নিরাপত্তা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণকল্পে অত্র বিভাগ নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার ডিজাইন ব্যাসিস থ্রেট, সাইবার ইন্টেলিজেন্স, সাইবার ডাটা বিশ্লেষণ, বিদ্যমান নেটওয়ার্ক ব্যবস্থায় ডিজিটাল কম্পিউটার, তথ্য এবং যোগাযোগ ব্যবস্থায় সাইবার আক্রমণ প্রতিরোধ, সনাক্তকরণ এবং প্রতিকার এর উপর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও অত্র বিভাগ গবেষণার পাশাপাশি কমিশনের নিমিত্ত এতদসংক্রান্ত তথ্যপ্রযুক্তি সেবা ও মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমও পরিচালনা করে থাকে।

 গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডঃ

  • নিউক্লিয়ার সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার ডিজাইন ব্যাসিস থ্রেট, সাইবার ইন্টেলিজেন্স  সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন যার লক্ষ্যে হচ্ছে টেকসই সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ। বাপশক এর  কর্মকর্তা/ কর্মচারীগণের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা তৈরি এবং উক্ত গবেষণার আউটপুট দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল এবং কনফারেন্সে প্রকাশনা আকারে প্রকাশ।
  • বাপশক এ  বিদ্যমান কম্পিউটার, তথ্য ও যোগাযোগ নেটওয়ার্ক এর সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার উপর গবেষণা যার মাধ্যমে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও সিস্টেমকে বিভিন্ন ক্ষতিকারক ম্যালওয়ার এবং সাইবার অ্যাটাক থেকে রক্ষা করা যায়।
  • ওয়াইফাই এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক সেবার টেকসই সাইবার নিরাপত্তা বিধানে হার্ডওয়্যার ফায়ারওয়াল স্থাপনসহ ম্যাক বাইন্ডিংস,  ইউজার ইন্ড নিরাপত্তা ও কম্পিউটার নিরাপত্তা টুলস ব্যবহার, নিউক্লিয়ার সাইবার নিরাপত্তা, পারমাণবিক ইনস্ট্রুমেন্টশন কন্ট্রোল সিস্টেম, সাইবার ডিজাইন ব্যাসিস থ্রেটসহ  সাইবার নিরাপত্তার অন্যান্য দিক সমূহের উপর গবেষণা।
  • নিউক্লিয়ার সাইবার নিরাপত্তা, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং কমিশনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা ও তথ্যসেবা প্রসারের লক্ষ্যে মুডল বেসড ই-লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন এবং এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম অব্যাহত রাখা।  
  • কমিশনের  সকল স্তরের অফিস সমূহকে ই-নথির আওতাভুক্তকরণ এবং এর সঠিক, সুষ্ঠু এবং টেকসইভাবে পরিচালনার উদ্দেশ্যে কার্যকরী পদক্ষেপ ও উন্নয়ন কার্যক্রম ।
  • অত্র বিভাগের বিজ্ঞানীগণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রদের গবেষণা কার্যক্রম পরিচালনা ও দিক নির্দেশনা প্রদান করে থাকে।  
  • ডাটাসেন্টার স্থাপনের মাধ্যমে নিউক্লিয়ার ডেটা অ্যাকুইজেশন, ডেটা স্টোরেজ এবং ডেটা ম্যানিপুলেশন, প্রয়োজনীয় সফটওয়্যার কনফিগারেশন ইত্যাদি কার্যক্রম এবং এ সংক্রান্ত গবেষণা অব্যাহত রাখা।

 

চিত্র-১:  এইআরই, বাপশক এ অবস্থিত সার্ভার কক্ষ

 

মানব সম্পদ উন্নয়নঃ

মানব সম্পদ উন্নয়নে অত্র বিভাগ নিম্নবর্ণিত প্রশিক্ষণ সমূহ প্রদান করে-

  • বাপশকের কর্মকর্তা / কর্মচারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ।
  • বাপশকের সকল স্তরে ই-নথি বাস্তবায়ন এর লক্ষ্যে কর্মকর্তা / কর্মচারীদের  প্রশিক্ষণ।
  • দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত স্নাতক ও স্নাতকোত্তর  পর্যায়ের ছাত্রদের গবেষণা কার্যক্রমে তত্ত্বাবধান ও সহযোগিতা।

কমিশনের পারমাণবিক সাইবার নিরাপত্তা বিধান ও এর ডিজিটাইজেশন আধুনিক ও যুগোপযোগী করতে উক্ত প্রশিক্ষণ সমূহ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।   

 

 

সেবাসমূহঃ 

অত্র বিভাগ কর্তৃক নিম্নবর্ণিত তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করা হয়ঃ

  • বিজ্ঞানীদের সাইবার, কম্পিউটার, নেটওয়ার্ক  এবং তথ্য নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ প্রদান।
  • এডমিন হিসাবে বাপশক এর ডোমেইন বেসড অফিশিয়াল ইমেইল সার্ভিস সেবা প্রদান।
  • বাপশক এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর পরিচালনা, নিয়ন্ত্রন এবং এডমিন হিসাবে কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা / কর্মচারীদের তথ্য সংরক্ষণ, আপডেট এবং মডিফিকেশন এর সেবা প্রদান।
  • এডমিন হিসাবে  কমিশনে ই-নথি বাস্তবায়ন এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সার্বিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান।

উল্লেখযোগ্য গবেষণা সুবিধাসমূহঃ 

  • কম্পিউটার নেটওয়ার্ক এর নিরাপত্তা বিধানে সিসকো হার্ডওয়্যার ফায়ারওয়াল
  • সিসকো ও মাইক্রোটিক এর কোর রাউটার
  • ডাটা সেন্টার
  • কম্পিউটার
  • বাপশক এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো

চিত্র-২: নেটওয়ার্ক অবকাঠামোয়  সাইবার আক্রমণের সম্ভাব্য টার্গেট সমূহ