Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), যশোর, যশোর-৭৪০০ ।

 যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাস
শঙ্করপুর, যশোর সদর, যশোর-৭৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৭০০, ৪৭৭৭৯৫৬৯৬, ই-মেইল : directorinmasjashore@gmail.com

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস), যশোর ২০২৩ সালে বাংলাদেশ পরমাণূ শক্তি কমিশন এর তত্ত্বাবধানে "দেশে ৮ টি INMAS প্রতিষ্ঠা" প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি এখন পারমাণবিক ওষুধ এবং অন্যান্য সুবিধা যেমন SPECT-CT, CT স্ক্যান, BMD, আল্ট্রাসাউন্ড, ইন-ভিট্রো ল্যাবরেটরি এবং অন্যান্য সুবিধা সহ সম্পূর্ণরূপে চালু রয়েছে। প্রতিষ্ঠানটি রেডিওনিউক্লাইড এবং অন্যান্য ইমেজিং, বায়োমার্কার, হরমোন এবং রক্ত ​​​​পরীক্ষার পাশাপাশি থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা এবং ফলো-আপ সহ ডায়াগনোস্টিক ও থেরাপিউটিক সেবাগুলো প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানটি সারা দেশে নিউক্লিয়ার মেডিসিন এবং সংশ্লিষ্ট বিজ্ঞানকে এগি্যে নিতে গবেষণা ও একাডেমিক কার্যক্রম প্রদান করছে।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

  • Installation and rendering service by Seimens SPECT-CT, Mediso Spect, Thyroid Camera, Siemens Advia Centaur Immunoassay, Messiah Gamma Counter, Ultrasound machines, and others.

 

প্রদত্ত সেবা 

প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে (২২ সেপ্টেম্বর ২০২৩ প্রথম সেবা প্রদান শুরু হয়) নিম্নোক্ত সেবাগুলো প্রদান করেছে। ৩০ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃতঃ

নং.

প্রদত্ত পরিষেবার নাম

নমুনা/রোগী/সেবার সংখ্যা/পরিমাণ

রাজস্ব আয় (টাকা)

০১

BMD (বোন মিনারেল ডেনসিটি)

29

46,000

০২

সিটি স্ক্যান

9

9600

০৩

গামা ক্যামেরা

120

118,000

০৪

সাধারণ

226

110,300

০৫

ইন-ভিট্রো ল্যাব

858

579,450

০৬

থাইরয়েড

225

143,200

০৭

আল্ট্রাসাউন্ড

 462

218,400

 

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

ইনমাস, যশোর হতে প্রদত্ত সেবা নিম্নোক্ত ক্যাটাগরির স্টকহোল্ডারগণ পেয়ে থাকেনঃ

১। সাধারণ জনগণঃ রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা নিতে অসুস্থ ও সাধারণ রোগীরা নায্যমূল্যে সেবা পেয়ে থাকেন।

২। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীঃ প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পরিচালনা করা, নিউক্লিয়ার মেডিসিন ও অন্যান্য সেক্টরে প্রশিক্ষণ, পাঠদান, ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে থাকে।

৩। অন্যান্যঃ মানবসম্পদ উন্নয়নে নিউক্লিয়ার মেডিসিন ও অ্যালায়েড সায়েন্সের প্রাসঙ্গিক বিশেষ কর্মসূচি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

অর্জন

প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ অর্জনসমূহ নিম্নে তুলে ধরা হলঃ

১। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি হতে ১৩৩৫ জন রোগী ও সাধারণ জনগণ রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পেয়েছেন (৩০ জুন ২০২৪ পর্যন্ত)। প্রতিষ্ঠানটিতে নিউক্লিয়ার মেডিসিন ও অন্যান্য সেক্টরে সেবাদান পুরোদমে চলমান রয়েছে।

২। জনশক্তি উন্নয়ন (Manpower Development)

৩। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা

 

যোগাযোগ/জনবল

যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাস
শঙ্করপুর, যশোর সদর, যশোর-৭৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৭০০, ৪৭৭৭৯৫৬৯৬, ই-মেইল : directorinmasjashore@gmail.com

এখানে ক্লিক করুন