Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০১৯

কম্পিউটার সিস্টেম এন্ড নেটওয়ার্কিং বিভাগ

 

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

আইসিটি প্রধানত দুইটি প্রযুক্তির উপর ভিত্তি করে ব্যবহার করা হয় – (১) কম্পিউটার ব্যবহারের সাথে প্রযুক্তির ব্যবহার ও সমস্যা সমাধান করা এবং তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ করা (২) টেলিযোগযোগই যোগাযোগের মেরুদন্ড তাই ইন্টারনেট এর মাধ্যমে দীর্ঘ দূরত্বে যোগাযোগ ও তথ্য আদান প্রদান করা । আইসিটি মূলত অনেক প্রযুক্তিতেই মার্জ/ব্যবহার করা হয় । কম্পিউটার সিস্টেম এন্ড নেটওয়ার্কিং ডিভিশন (সিএসএনডি) এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন, প্রশিক্ষণ, পরামর্শ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সেবা প্রদান করা হয় । এখন বাংলাদেশের লক্ষ্য হলো আইসিটি-চালিত জ্ঞান ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা । এ জাতীয় লক্ষ্য পূরণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর মাধ্যমে কম্পিউটার বিজ্ঞান ইনষ্টিটিউট দ্বারা জ্ঞান-বিজ্ঞান ভিত্তিক কৌশল বিনির্মাণে একটি প্রধান ভূমিকা পালন করা।

 

কর্মসূচীঃ

  • গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আইসিএস-এর মাধ্যমে আইটি বিশেষজ্ঞ তৈরী।
  • ই-লার্নিং এর মাধ্যমে নিউক্লিয়ার বিষয়ে দক্ষতা অর্জন।
  • নিউক্লিয়ার ডাটা সংরক্ষণ, প্রস্তুতকরণ ও উন্নয়ন।
  • ডাটাবেজ থেকে নলেজ শেয়ার করা।
  • ইনস্টিটিউট গবেষণা কাজে বিশ্ববিদ্যালয়-এর স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রদের গবেষণা কার্যক্রমে তত্ত্বাবধান ও সহযোগিতা করে থাকে।
  • অত্র বিভাগের মাধ্যমে আইসিটির বিভিন্ন কর্মকাণ্ড করা হয়ে থাকে; নতুন আইডি কার্ড তৈরী, এমআইএস সফটওয়্যার, জিপিএফ সফটওয়্যার, আইএনআইএস ডাটাবেজ উন্নয়ন ও প্রচার, কম্পিউটার এসেম্বল এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমস্যা সমাধান করা।

 

সেবাসমূহঃ

  • কম্পিউটার হার্ডওয়্যার মেরামত, রক্ষণাবেক্ষণ ও ইনস্টলেশন সেবা প্রদান।
  • কম্পিউটার এসেম্বল এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমস্যা সমাধান করা।
  • আইসিটিতে মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা গড়ে তোলা।
  • আইএনআইএস আপগ্রেড, প্রচার, উন্নয়ন ও ডাটাবেস সেবা।
  • কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়্যার্কিং সম্পর্কে পেশাদারী/স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়।
  • জিপিএফ  সফটওয়্যার এর মাধ্যমে কমিশনের কর্মকর্তা/কর্মচারীদের জিপিএফ- এর তথ্য পরিবর্তন/সংযোজন ও নতুন ডাটা এন্ট্রি, আপডেট এবং সফটওয়্যার এর সমস্যা সমাধান করা।
  • এমআইএস সফটওয়্যার এর মাধ্যমে নিয়োগ, পদোন্নতি, বদলি ও নতুন ডাটা সংযোজন সার্ভিস প্রদান করা।
  • নতুন আইডি কার্ড তৈরী এবং আবেদন অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীর মাঝে বিতরণ করা।

     

হার্ডওয়্যার মেইনটেন্যান্স এন্ড ট্রাবল্‌সু্টিং

 

সুবিধাসমূহঃ

  • বাপশক এর মাঝে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
  • ৩৫টির বেশী পেন্টিয়াম কম্পিউটার
  • একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর
  • প্রয়োজনীয় সফট্‌ওয়্যার
  • ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
  • প্রিন্টার, স্ক্যানার, ল্যামিনেট মেশিন
  • ফটোকপি ও ফ্যাক্স সুবিধা
  • সফট্‌ওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বই সমৃদ্ধ কম্পিউটার লাইব্রেবি
  • প্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণী কক্ষ
  • মাইক্রোফোন সাউন্ড সিস্টেম

প্রেক্ষিত পরিকল্পনাঃ

  • কম্পিউটার সেবার মান নিশ্চিত করণ।
  • বাপশক-এর বাহ্যিক নিরাপত্তা পদ্ধতি সেবা।  
  • আইএনআইএস আপগ্রেড, প্রচার, উন্নয়ন ও ডাটাবেস সেবা।
  • আইসিটি বিষয়ে একটি পোস্ট গ্রাজুয়েট কোর্স স্থাপন।
  • আইসিটি বিষয়ে মানব সম্পদ উন্নয়ন।
  • বাপশক এর নেটওয়ার্ক অবকাঠামো পুন:নির্মাণ।
  • কম্পিউটার এডেড ভিজুয়াল ইমেজ ট্রান্সমিশন পদ্ধতির ডিজাইন ও উন্নয়ন।
  • ব্যক্তিগত তথ্য বণ্টন সেবা।

 

 

ইন্সটিটিউট'স ডিভিশন