Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০১৫

নিউক্লিয়ার ইলেক্ট্রনিক্স বিভাগ

ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স
নিউক্লিয়ার ইলেক্ট্রনিক্স বিভাগ (এনইডি)
ফোন : +৮৮০-২-৭৭৯০৪১০,ফ্যাক্স- +৮৮০-২-৭৭০১৬২০
বিভাগীয় প্রধান   : খন্দকার আসাদুজ্জামান


উদ্দেশ্য

  • পরীক্ষাগারে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ইন্সট্রুমেন্ট  ডিজাইন, উন্নয়ন এবং তৈরী করা।
  • পুরানো নিউক্লিয়ার যন্ত্রপাতি পুর্ণনির্মান করা।
  • নিউক্লিয়ার যন্ত্রপাতির মাননিয়ন্ত্রন ও মাননিশ্চিতকরণ কার্যক্রম পরিচালনা করা ।

 

কার্যক্রম

ক) প্রকল্পসমূহ

  • নিউক্লিয়ার ইলেকট্রনিক্স ল্যাবরেটরীর সুযোগ সুবিধার মান উন্নয়ন।
  • গবেষণা কাজঃ “র‌্যাডন এক্সেলেশন এন্ড রেডিয়োলোজিক্যাল ইমপ্যাক্ট অব বিল্ডিং ম্যাটেরিয়াল কন্টেইনিং ফ্লাই অ্যাস ”।
  • আই.এন.এস.টি এর নিউটন জেনারেটর এর ১৫ কিলোভোল্ট  ১০ মিলি অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই ডিজাইন ও তৈরী করা।
  • পিক-মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার ডিজাইন এবং তৈরি করা।
  • এনালগ ডিসপ্লে সিস্টেম-কে ডিজিটাল ডিসপ্লে সিস্টেমে রুপান্তর।

 

খ) সেবাসমুহ

  • আরআইপিডি, আইএনএসটি - এর ডোজ ক্যালিব্রেটর মেরামত

 

অর্জণসমুহ

  • অতি সংবেদনশীল ইনকিউবেটর এর পুর্ণনির্মান।
  • তাপমাত্রা নিয়ন্ত্রিত সেকিং ওয়াটার বাথ পূর্ণনির্মান।
  • নিউক্লিয়ার ডাটা এক্যুইজিসন সিস্টেম পরীক্ষা করার জন্য নিউক্লিয়ার পালসার এর ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • ডিজিটাল প্যানেল মিটার এর ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • স্পর্শবিহীন লিক্যুইড লেভেল কন্ট্রোলার এর ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • প্রোগ্রামেবেল ইলেকট্রনিক টাইমার ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • এনএমইউ, এইআরই এর ডাটালগার মেরামত।
  • রসায়ন বিভাগ, পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা এর ইনডাকটিভ কাপলড প্লাজমা (আইসিপি) মেরামত।
  • এনআরসিডি, আইএনএসটি, এইআরই এর ওয়াটার বাথ মেরামত।
  • এনআরসিডি, আইএনএসটি, এইআরই এর রিওকেল প্রোগ্রামেবেল ভিসকোমিটার স্থাপন।
  • পরিবেশ মনিটরিং সিস্টেম ডিজাইন, তৈরী এবং উন্নয়ন।
  • ইসলামিক কারিগরী বিশ্ববিদ্যালয়, গাজীপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর স্নাতক (সন্মান) শ্রেনীর ছাত্রদের ইন্ড্রাস্ট্রিয়াল এটাচমেন্ট প্রশিক্ষণ সম্পন্নকরণ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেনীর ছাত্রের ”ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব এনভাইরনমেন্টাল মনিটরিং সিস্টেম ইউজিং মাইক্রোকন্ট্রোলার” শির্ষক থিসিসের কাজ সুপারভাইজ করা হয়েছে।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র স্নাতকোত্তর ছাত্রের ”পজিশন ডিটেকশন ইউজিং মাইক্রোকন্ট্রোলার এন্ড স্টেপার মটর” শির্ষক থিসিসের কাজ সুপারভাইজ করা হয়েছে।

 

সুযোগ-সুবিধাসমূহ

  • নিউক্লিয়ার কাউন্টিং সিস্টেম, এমসিএ, নিমবিন মডিউল, সিন্টিলেশন প্রসেসর, সিন্টিলেশন ডিটেকটর।
  • অসিলোস্কোপ, ফাংসন জেনারেটর, ডিসি পাওয়ার সাপ্লাই, ডিজিটাল মাল্টিমিটার এবং ইলেকট্রনিক
  • কাজের প্রয়োজনীয় টুল্‌স ও কম্পোনেন্ট।
  • ব্রডব্রান্ড ইন্টারনেট।

 

দ্রষ্টব্য:  প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি ইনস্টিটিউট অব ইলেকট্রনিকস-এর স্টোরে সংরক্ষিত থাকে এবং ব্যবহারের সময় তা স্টোর হতে ধার নেওয়া হয়।

 

প্রেক্ষিত পরিকল্পনা

 

স্বল্প মেয়াদী ( ২০০৭- ২০১০)

  • নিউক্লিয়ার ইলেকট্রনিকস ল্যাবরেটরীর উন্নয়ন।
  • সেকেন্ডারী স্ট্যান্ডার্ড ডজিমেট্রি ল্যাবরেটরীকে ¯^qswµq করা।
  • পরমাণু গবেষণা চুল্লির এনভাইরনমেন্টাল মনিটরিং সিস্টেম ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • পুরানো নিউক্লিয়ার যন্ত্রপাতি পুর্ণনির্মান করা।
  • ল্যাবভিউ সফ্‌টওয়ার ব্যবহার করে নিউক্লিয়ার ডাটা এক্যুইজিসন সিস্টেম ডিজাইন, তৈরী ও উন্নয়ন।
  • নিউক্লিয়ার যন্ত্রপাতির মাননিয়ন্ত্রন ও মাননিশ্চিতকরণ ব্যবস্থার উন্নয়ন করা।
  • টিএলডি রিডার পুর্ণনির্মান করা।

 

মধ্য মেয়াদী (২০০৭ - ২০১৫)

  • নিউক্লিয়ার ইলেকট্রনিকস ল্যাবরেটরীর উন্নয়ন।
  • পরমাণু গবেষণা চুল্লির পরিবেশ মনিটরিং সিস্টেম ডিজাইন ও তৈরী করা।
  • পরমাণু গবেষণা চুল্লির কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম ডিজাইন ও তৈরী করা।
  • পুরানো নিউক্লিয়ার যন্ত্রপাতি পুর্ণনির্মান করা।
  • এফ.পি.জি.এ. টেকনোলজি ব্যবহার করে নিউক্লিয়ার কাউন্টিং সিস্টেম ডিজাইন ও তৈরী করা।
  • প্রগ্রামেবল লজিক কন্ট্রোলার ভিত্তিক সিস্টেম ডিজাইন ও তৈরী করা।
  • পরমাণু গবেষণা চুল্লির বিম পোর্ট সার্টার কন্ট্রোলার ডিজাইন ও তৈরী করা।
  • পরমাণু গবেষণা চুল্লির পারিপার্শিক ব্যাকগ্রউন্ড নিউট্রন নির্ণয়।
  • নিউক্লিয়ার যন্ত্রপাতির মাননিয়ন্ত্রন ও মাননিশ্চিতকরণ ব্যবস্থার উন্নয়ন করা।

 

দীর্ঘ মেয়াদী (২০০৭ - ২০২০)

  • নিউক্লিয়ার ইলেকট্রনিকস ল্যাবরেটরীর উন্নয়ন।
  • ভি.এল.এস.আই. চীপ ডিজাইন ও তৈরী করা।
  • পুরানো নিউক্লিয়ার যন্ত্রপাতি পুর্ণনির্মান করা।
  • পরমাণু গবেষণা চুল্লির ডিজিট্যাল কন্ট্রল প্যানেল ডিজাইন ও তৈরী করা।
  • পরমাণু গবেষণা চুল্লির পারিপার্শিক ব্যাকগ্রউন্ড নিউট্রন নির্ণয়।
  • নিউক্লিয়ার যন্ত্রপাতির মাননিয়ন্ত্রন ও মাননিশ্চিতকরণ ব্যবস্থার উন্নয়ন করা।
  • নিউক্লিয়ার যন্ত্রপাতি ডিজাইন ও নির্মান করা।

 

প্রকাশনার তালিকা

শিরনাম

লেখক

জার্নল/প্রসিডিংস

এ স্টাডি অব আলফা ইমিটারস কনসেনট্রেশন মেজারমেন্ট ইন মিনারাল ওয়াটার স্যাম্পল ইন বাংলাদেশ।

এম. এম. আলম,

কে, আসাদুজ্জামান, এম. আই. কবির এবং এস. কে. মন্ডল

জার্নাল অব বাংলাদেশ একাডেমি অব সাইন্স, বাংলাদেশ। ভলিউম-২৯, নং-১, পি. ৫৫-৫৯, ২০০৫. আই এস এস এন: ০৩৭৮-৮১২১

ইন্টারনাল ডসিমেট্রি অব হিউম্যান ব্রেন ফর টেকনিসিয়াম-৯০এম এন্ড আয়োডিন-১৩১ ইউজিং নিউক্লিয়ার ইমেজিং ইন বাংলাদেশ।

এম. এম. আলম, এম. আই কবির, কে. এ. জামান এন্ড এম.রফিউদ্দিন, জি.ইউ. আহমদ

শ্রিলংকান জার্নাল অব ফিজিক্স, শ্রিলংকা ভলিউম ৬, পি.৩৩-৪২, মার্চ ২০০৫, আই এস এস এন: ১৩৯১-৫৮০০

মেজারমেন্ট অব আলফা ইমিটারস কনসেনট্রেশন ইন সফট ড্রীংক্‌স স্যাম্পলস 

জে. কে.সেন, এম. এম. আলম,

কেএইচ. আসাদুজ্জামান, এন্ড এম.আর. উদ্দিন

জার্নাল অব ফিজিক্যাল সোসাইটি, বাংলাদেশ।

মেজারমেন্ট অব আলফা ইমিটিং রেডিওনিউক্লাইডস কনসেনট্রেশন ইন সাম ইমর্পোটেড মিল্ক স্যাম্পলস  

এম. এম. আলম,

কে. আসাদুজ্জামান, এম. আই কবির, এস.এম.আবুু রায়হান

ন্যাশনাল ইউনির্ভাসিটি জার্নাল অব সায়েন্স, বাংলাদেশ। নং-১ ভলিউম-১, পিপি. ৬৩-৬৬, ডিসেম্ভর ২০০৬, আই এস এস এন: ১৯৯৪-৭৭৬৩।

ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব এ প্রোগ্রামেবল ইলেক্ট্রনিক টাইমার

কে. আসাদুজ্জামান, এম. নজরুল ইসলাম, এম. এম. আবু নাছের ওয়াহিদ

জার্নাল অব বাংলাদেশ ইলোক্ট্রনিক্স সোসাইটি, ভলিউম-৫, নং-১, জুন ২০০৫, পি ৯৭, আই এস এস এন: ১৮১৬-১৫১০।

ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব এ লো কস্ট ডিজিটাল প্যানেল মিটার 

 এম. নজরুল ইসলাম, কে. আসাদুজ্জামান,  এম. এম. আবু নাছের ওয়াহিদ

জার্নাল অব বাংলাদেশ ইলোক্ট্রনিক্স সোসাইটি, ভলিউম-৫, নং-১, জুন ২০০৫, প ৪৩, আই এস এস এন:১৮১৬-১৫১০।

এ স্টাডি অব দি ইলেট্রিক্যাল প্রপার্টিস অব লেড (পিবি) থিন ফিল্মস।

কে. আসাদুজ্জামান,  এন্ড এম. এম. আলম 

জার্নাল অব জাহাগীরনগর ফিজিক্স স্টাডিস, বাংলাদেশ, ভলিউম-১১, ২০০৫।

কন্সেপ্ট এন্ড ইমপ্লিমেন্টেশন অব প্যামেন্ট অটোমেশন টেকনিক উইথ পারসোনেল  ম্যানেজমেন্ট সিস্টেম  ইউজিং ভিজুয়াল বেসিক ফর অরগানাইজেশন।

এম. নজরুল ইসলাম, এম. সোহেল রানা, এম. রফিকুল ইসলাম

 প্রসেডিংস, ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আই সি ই ই, জানুয়ারী ২৬-২৮,২০০৬, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস্‌ বাংলাদেশ (আইই বি)

 আপগ্রেডেশন অব নিউক্লিয়ার মেডিক্যাল ইকুপমেন্ট ইন দি ডেভেলপিং কান্ট্রিজ এন্ড ইট্‌স ইম্প্যাক্ট ইন বাংলাদেশ।

সালেহ মোহাম্মদ জাহাগীর  ওয়াই. জি,  এমডি. রোকন উদ্দিন, মুহাম্মদ আবু সাইদ হক, মাহবুবুল হক