ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স- এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ, সায়েন্টিফিক এবং জেনারেল পারপাস সফটওয়্যার ডিজাইন এন্ড ডেভলপমেন্ট সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এই বিভাগ নিউক্লিয়ার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সাইবার এবং পারমাণবিক তথ্য সংরক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা, ডেটা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ, সায়েন্টিফিক কম্পিউটিং, কৃত্তিম বুদ্ধিমত্তা ও ডাটা মাইনিং, নিউক্লিয়ার নলেজ মাইনিং, ডাটাবেজ সিস্টেম ডেভেলপমেন্ট এবং প্রক্রিয়াকরণ, সিম্যুলেশন এন্ড মডেলিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) ইত্যাদি ক্ষেত্রে গবেষণা ও সেবাপ্রদান কাজ করে যাচ্ছে। অধিকন্তু বাংলাদেশ সরকার এবং International Atomic Energy Agency (IAEA)- এর তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন পরিষেবাদি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সায়েন্টিফিক ও কম্পিউটেশনাল সমস্যা সমাধানে নলেজ-বেসড সফটওয়্যার তৈরী এবং অনুসন্ধানের জন্য এই বিভাগ কাজ করছে।
এই বিভাগের গবেষণা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ডাটা মাইনিং, ডাটা ওয়ারহাউজিং, ডাটাবেজ, সায়েন্টিফিক কম্পিউটিং, ইন্টারনেট প্রোগ্রামিং, ওয়েব প্রযুক্তি, ডিস্টেন্স লার্নিং এবং নলেজ-বেসড সিস্টেম। এছাড়া কমিশনের জন্য বিভিন্ন ওয়েব-বেসড সার্ভিস ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে এই ডিভিশন। ওয়েব সাইট ডেভেলপমেন্ট একটি চলমান প্রক্রিয়া এবং এরই সূত্র ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ অধিক উন্নত, ইন্টারেক্টিভ, ব্যবহারকারী-বান্ধব তৈরী ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে যেকোনো প্রতিষ্ঠানের কাঠামো তৈরী এবং এর সাফল্যের জন্য প্রথম আবশ্যকীয় উপাদান হচ্ছে ডাটাবেজ। ডাটা এর উপর অধিক নির্ভরশীলতার কারণে কার্যকরী বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে ডাটা রক্ষণ ও প্রক্রিয়াকরণ সকল প্রতিষ্ঠানের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগএই লক্ষ্যে বিভিন্ন ডাটাবেজ সিস্টেম তৈরী ও গবেষণার কাজ করছে।
গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড:
উপরোক্ত রিসার্চ ফিল্ডে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম এর ফলাফল জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্স-এ উপস্থাপন করার পাশাপাশি গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে নিয়মিতভাবে প্রকাশ করা হয়।
সম্প্রতি ডিজাইন এন্ড ডেভলপকৃত কিছু সফটওয়ার:
বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র-ছাত্রীদের তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেয়ার জন্য বিভাগের বিজ্ঞানীগণ গবেষণা তত্ত্বাবধানসহ আনুষাঙ্গিক গবেষণা সাহায্য করে থাকেন।
Engr. Nayan Kumar Datta Designation: Senior Engineer |
Education B.Sc. Engineering : CSE, Dhaka University of Engineering & Technology, Bangladesh. |
Career at BAEC: Started as Engineer 21th September, 2017 Specialization: Nuclear Database Administration, Software Engineering, Nuclear Cyber security, Cryptography, Networking, E-learning, Artificial Intelligence. Research Interests:
|
Contact: nayan.baec@gmail.com |