Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০১৫

মেরামত ও রক্ষণাবেক্ষণ বিভাগ


ফোন-৮৮০২৭৭০২০১৬, ,ফ্যাক্স-৮৮-০২-৭৭০১৬২০

 


উদ্দেশ্য

  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন সেন্টার, ইনস্টিটিউট এবং ইউনিট-এর গবেষণা কাজে ব্যবহৃত আধুনিক এবং সফিস্টিকেটেড যন্ত্রপাতি যেমন- নিউক্লিয়ার, বৈজ্ঞানিক, মেডিকেল এবং  ক্যালিব্রেশন ইকুইপমেন্ট ইত্যাদি যন্ত্রপাতি সচল রাখা
  • মাইক্রোকন্ট্রোলার আইসি এবং কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির আধুনিকায়ন করা

 

কার্যক্রম

 

ক) প্রকল্প সমূহ

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজড এরিয়া রেডিয়েশন মনিটর ফর রিয়্যাক্টর অপারেশন এণ্ড মেইনটেনেন্স ইউনিট (রমু), এইআরই
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজড রেনোগ্রাফিক্স সিস্টেম
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ইলেকট্রোফোরেসিস সাপ্লাই ফর বায়োলজিক্যাল রিসার্চ ফ্যাসিলিটিস

খ) সেবাদান

  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন সেন্টার, ইনস্টিটিউট এবং ইউনিট-এর গবেষণায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়
  • আরও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রেরিত জনবলের ট্রেনিং দেওয়া হয় এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত করা হয় এবং ডিজাইন করা হয়

অর্জনসমূহ

আইসিপি-এইএস, এডিএসি-স্পেক্ট, থাইরয়েড আপটেক, গামা ক্যামেরা, ট্রিপল এক্সিস স্পেক্টোমিটার, ক্যালিব্রেটর ওবি-৮৫, ডোজ ক্যালিব্রেটর ওবি-৩৪, নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্ট মডিউল (নিম), মাল্টিচ্যানেল এনালাইজার (এমসিএ) কার্ড, টিএলডি রিডার, হোল বডি কাউন্টার, হ্যান্ড ফুট রেডিয়েশন মনিটর, পোর্টেবল স্কেলার, কাউন্টার টাইমার, ডিজিটাল রেটমিটার, সার্ভেমিটার, পকেট ডজিমিটার, বোরহোল লগিং সিস্টেম, ডিজিটাল লগিং সিস্টেম, ফাইব্রোগ্রাফ মেশিন, রেফ্রিজারেটর সেন্ট্রিফ্‌িউজ মেশিন, এ্যানিলিং ওভেন, সেপ্র ড্রায়ার, কোল্ড ইনকিউবেটর, ফ্রিজ ড্রায়ার, প্লাটফরম শেকার, আলট্রাসনিক জেনারেটর (সনিকেটর), স্ট্যাবিলাইজার, কলোনী কাউন্টার, রোটোনিক হাইড্রোস্কোপ, ইলেকট্রনিক ব্যালেন্স, লেজার গান, ডিফিউশন পাম্প, রোটারী এভাপোরেটর, মেকানিক্যাল অরবিটাল শেকার, ইনস্ট্রোন মেশিন, গ্রোথ কেবিনেট, আলট্রাসনিক ক্লিনার ইত্যাদি অত্র বিভাগ কর্তৃক মেরামত করা হয়েছে।

মাইক্রোকন্টো্রলার প্রোগ্রামার কিট, মাইক্রোকন্ট্রোলার বেজ্‌ড ট্রাফিক লাইট কন্ট্রোলার, ওবি-৮৫ ক্যালিব্রেশন সোর্স কন্ট্রোলার, ভেরিয়েবল রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, সিলেকটেবল ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ইত্যাদি যন্ত্র অত্র বিভাগে ডিজাইন ও প্রস্তত করা হয়েছে।

 

সুযোগ-সুবিধা সমূহ

ডিজিটাল অসিলোস্কোপ, ট্রান্সফরমার ওয়েন্ডিং মেশিন, কম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট কিট, পাওয়ার সাপ্লাই, মাল্টিমিটার ইত্যাদি।

 

প্রেক্ষিত পরিকল্পনা

নিয়মিত কার্যক্রম

  • মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ
  • কাস্টোমাইজড যন্ত্রপাতি ও কন্ট্রোল সিস্টেমের ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ করা
  • ল্যাবরেটরীর সুবিধাসমূহ উন্নয়ন করা
  • দেশী এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণা কাজ করা

 

 নিয়মিত কার্যক্রম ছাড়া  ভবিষ্যৎ পরিকল্পনা নিম্নরূপ :

শর্ট টার্ম (২০১০ সনের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব হাইকারেন্ট লোভোল্টেজ পাওয়ার সাপ্লাই
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ওবি-৮৫ ডোজ ক্যালিব্রেটর কন্ট্রোলার

 

মিড-টার্ম(২০১৫ সনের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব হাইপাওয়ার ইউপিএস
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজড মনিটরিং সিস্টেম

 

লং-টার্ম(২০২০ সনের মধ্যে সম্পাদিত হবে)

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ভেহিক্‌ল মনিটরিং সিস্টেম
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ইন্টেলিজেন্ট অটোমেশন সিস্টেম

 

প্রকাশনার তালিকা

শিরনাম

লেখক

জার্নল/প্রসিডিংস

১.“ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব পিসি বেজ্‌ড লো কস্ট নিউক্লিয়ার কাউন্টিং সিস্টেম”

 

মোঃ শাহ আলম, মুহাম্মদ আবু সাঈদ হক, ফারহানা হাফিজ, ফাহমিদা আক্তার, মোঃ সিরাজুল ইসলাম এবং মোঃ আব্দুল মান্নান চৌধূরী

ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স ইন্টারনাল রিপোর্ট, আইই ২৬/ আর এম ১৪, আগষ্ট ২০০৯

২. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোকন্ট্রোলার বেজ্‌ড পিএইচ মিটার”

ফারহানা হাফিজ, ফাহমিদা আক্তার, মুহাম্মদ আবু সাঈদ হক, মোঃ শাহ আলম এবং আরিফ হোসাইন

ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স ইন্টারনাল রিপোর্ট, আইই ২৪/ জিই ১৩, wW‡m¤^i ২০০৮

৩. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোকম্পিউটার বেজ্‌ড হিউমিডিটি মনিটর”

হুমায়ুন কবির, মুহাম্মদ আবু সাঈদ হক, মোঃ আব্দুল মান্নান চৌধূরী, ফাহমিদা আক্তার এবং ফারহানা হাফিজ

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় জার্নাল অব সায়েন্স ভলিউম-৩১, নং-১, জুন ২০০৮ পৃষ্ঠা ১০৭-১১৬, ISSBN-1022-8594

৪. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোকন্ট্রোলার বেজ্‌ড এরিয়া রেডিয়েশন মনিটর”

ফারহানা হাফিজ , ফাহমিদা আক্তার , মুহাম্মদ আবু সাঈদ হক, মোঃ সিরাজুল ইসলাম , মোঃ আব্দুল মান্নান চৌধূরী, তাহমিনা রহমান

NCEIT, 29-30 June 2007, Rajshahi Bangladesh, ISBN-984-300-000645-7

৫. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোকন্ট্রোলার বেজড্‌ পজিশন কন্ট্রোলার”

ফারহানা হাফিজ , , ফাহমিদা আক্তার , মুহাম্মদ আবু সাঈদ হক, মোঃ সিরাজুল ইসলাম , মোঃ আব্দুল মান্নান †PŠa~ix,,Zbykªx রায়

NCEIT, 29-30 June 2007, Rajshahi Bangladesh, ISBN-984-300-000645-7

৬. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব মাইক্রো কম্পিউটার বেজড্‌ কাউন্টিং সিস্টেম”

মাহবুবুল হক, মুহাম্মদ আবু সাঈদ nK মোঃ হাসিনুর রহমান এবং রেজা মুহাম্মদ জামান- আল- gvgyb.

Annual Conference, BPS May 04-05, 2007, BUET, Dhaka, Bangladesh.

৭. “ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট অব পোর্টেবল রেডিয়েশন ডোজ রেট মিটার”

 ফাহমিদা আক্তার, ফারহানা হাফিজ, মুহাম্মদ  আবু সাঈদ হক, মোঃ সিরাজুল ইসলাম এবং এম কামরুজ্জামান

জার্নাল অব বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি, ভলিউম ৫, নং- ২, পৃষ্ঠা ১১৫-১২০, wW‡m¤^i, ২০০৫,  ISSN- 1816- 1510.

৮.  “সিরিয়াল  কমিউনিকেশন বিটউইন মাইক্রো কম্পিউটার এণ্ড মাইক্রোকন্ট্রোলার”

মাহবুবুল হক, মুহাম্মদ আবু সাঈদ nK

Journal of the BES, vol-5, no-1, P=119-224, June 2005, ISSN:1816-1510.

৯. “মিনিমাইজেশন অব পজিশনিং এরর বাই ইউজিং মাইক্রোকন্ট্রোলার বেজড্‌ মাইক্রে স্টেপ টেকনোলোজি”

ডঃ এনামুল বাশার, আমিনা হাসান আবেদীন, মাহবুবুল হক, মুহাম্মদ আবু সাঈদ nK

7th ICCIT, 26-28, December 2004.

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon