সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০১৭
প্রকৌশল বিভাগ
ভূমিকা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু প্রযুক্তির গবেষণা , উন্নয়ন এবং ইহার শান্তিপূর্ণ ব্যবহারের জন্য কাজ করে থাকে। প্রকৌশল বিভাগ উক্ত কর্মকাণ্ডের ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ পরমাণু প্রযুক্তি বিষয়ক বিভিন্ন স্থাপনার পরিচালনা, তত্ত্বাবধায়নসহ সার্বিক গতিশীলতা আনয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।তাছাড়া প্রকৌশল বিভাগ রূপপুরে প্রস্তাবিত ২০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোগত উন্নয়নসহ প্রকল্পটির বর্তমান সার্বিক কার্যক্রমের সহিত সম্পর্কযুক্ত রয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীলতা আনায়ন করত:জাতীয় অর্থনীতির অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করা।
উন্নয়ন কার্যক্রম সমূহ
অত্র বিভাগের উন্নয়ন কার্যক্রম ও সৃ্ষ্ট সেবাসমূহ যাহা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামগ্রিক গবেষনা কার্যক্রমকে তরান্বিত করতে অনন্য ভূমিকা রেখে চলেছে ।
ক) অত্র বিভাগের তত্বাবধায়নে বাস্তবায়িত গুরুত্বপূর্ন প্রকল্পসমূহ:
- “ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিলক্যাল ফিজিক্স স্থাপনা” সাভার, ঢাকা।
- ইনস্টিটিউট অব ফুড এন্ড রেডিএশান বাইয়োলজি [আইএফআরবি, সাভার] অবকাঠামো বিস্তৃতিকরন ও উন্নয়ন ইত্যাদি।
- “পরমাণু শক্তি কেন্দ্র, স্থাপনা” [প্রথম পর্যায়] চট্টগ্রাম ।
- “রূপপুর ৬০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাবশ্যকীয় কার্যাদি সম্পাদন প্রকল্প” ।
- “পরমানু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র বগুড়া, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর এ গবেষণা এবং সেবা উন্নয়নের জন্য TC-99 KIT উৎপাদন প্রকল্প স্থাপনা” ।
- “বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান শক্তিশালীকরন”, সাভার, ঢাকা।
- “নিউক্লিয়ার মেডিসিন এন্ড আল্ট্রাসাউন্ড কেন্দ্র” চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর বর্ধিত করণ।
- “নিউক্লিয়ার মেডিসিন এন্ড আল্ট্রাসাউন্ড কেন্দ্র”, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও চট্টগ্রাম আধুনিকীকরণ ।
- “ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি স্থাপনা প্রকল্প” গণবাড়ী, সাভার, ঢাকা।
- “বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রধান কার্যালয়ের স্থাপনা প্রকল্প” শেরে বাংলা নগর,আগারগাঁও, ঢাকা।
- “ট্রেনিং ইনস্টিটিউট এবং ল্যাবরেটরী ফেসিলিটিজ স্থাপনা প্রকল্প” এইআরই, সাভার, ঢাকা।
- “ট্যান্ডম এক্সিলারেটর ফেসিলিটি স্থাপনা প্রকল্প” এইআরই, সাভার, ঢাকা।
- “পরমানু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র , মিটফোর্ড, কুমিল্লা, ফরিদপুর আধুনিকীকরণ”।
- “সেকেন্ডারী স্ট্যান্ডারড ডোজিমেট্রি ল্যাবরেটরী স্থাপনা” এইআরই, সাভার, ঢাকা।
- “পরমানু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র, বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ স্থাপনা প্রকল্প”।
- “পরমানু চিকিৎসা ও আলট্রাসাউন্ড কেন্দ্র”, ঢাকা, আধুনিকীকরণ ও বর্ধিত করণ।
খ) অত্র বিভাগের তত্বাবধায়নে চলমান গুরুত্বপূর্ন প্রকল্পসমূহ:
- “রেডিওআকটিভ টেস্টিংও মনিটরিং ল্যাবরেটরী স্থাপনা” খুলনা, মংলা।
- “সাইক্লোটন ফ্যাসিলিটিসহ পজিক্ট্রন ইমিশন টমোগ্রাফি - কম্পিউটেড টমোগ্রাফি [PET-CT] স্থাপনা” নিনমাস, শাহবাগ, ঢাকা।
রাজস্বভুক্ত কার্যক্রম সমূহ
- রূপপুরে ২০০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পধীন এলাকায় জনসাধারনের চলাফেরার জন্য হেয়ারিং বোন বন্ড রাস্তা নির্মাণ, V-আকৃতির প্রবেশ পথে ৮০ ফিট ব্যাস সমৃদ্ধ হেলিপ্যাড উন্নয়ন, গাড়ি রাখার সুব্যবস্থা, ৪ ফিট চওড়া পায়ে হাটা পথ নির্মাণ ,১.৫ অশ্ব ক্ষমতা সম্পন্ন সাবমারজিবল পাম্প সরবরাহ ও স্থাপন,উক্ত প্রকল্পের ভিওি প্রস্তর স্থাপনা অনুষ্ঠানে ভ্রাম্যমান টয়লেট স্থাপনাসহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় কার্য সম্পাদন।
- “রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প” সংলগ্ন চায়না কটেজে সংস্কার ও মেরামতসহ ৭০টি স্পিলিট ও উইনডো শীততাপ যন্ত্র স্থাপন।
- আইএফআরবি সাভারে ১০০০ কেভিএ সাব-স্টেশন সরবারাহ স্থাপনা কার্য সম্পাদন।
- “বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে ৬৫ টন সেন্ট্রাল শীততাপযন্ত্র স্থাপন।
- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন INMAS ঢাকায় সেমিনার কাম অডিটরিয়াম স্থাপন ।
- “খনিজ ও সৈকত বালি আহরন কেন্দ্র”, কক্সবাজারে ২৫০ কেভিএ সাব স্টেশন স্থাপন।
- কক্সবাজারে দোতলা ভিত্তি সম্পন্ন একতলা বিল্ডিং নির্মাণ ।
- কক্সবাজারে নিউক্লিয়ার মেডিক্যাল সেন্টার ও স্টেরিলাইট ইনসেক্ট ইউনিট স্থাপন, ইত্যাদি।
অত্র বিভাগের সেবা কার্যক্রম সমূহ
- বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র রমনা ঢাকায় পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিক বিষয়ক যাবতীয় প্লানিং, ডিজাইন, সুপারভিশন, মেরামত সেবা প্রদান ।
- এ ই আর ই, সাভারে পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিক বিষয়ক যাবতীয় প্লানিং, ডিজাইন সুপারভিশন,মেরামত ,সংস্কার ও পয়ঃনিষ্কাশন সেবা প্রদান ।
- বাপশক-এর আবাসিক কলোনী বনানীতে পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিক বিষয়ক যাবতীয় প্লানিং, ডিজাইন, সুপারভিশন, মেরামত সংস্কার ও পয়ঃনিষ্কাশনসেবা প্রদান ।
- বাংলাদেশ পরমাণু শক্তি কতৃপক্ষ-কে পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিক বিষয়ক যাবতীয় প্লানিং, ডিজাইন সুপারভিশন কাজে সেবা প্রদান ।
- বাপশক-এর বিভিন্ন ইনিস্টিটিউট / সেন্টার / INMAS সহ নিম্নে উলেখিত সংস্হাগুলোতে বিভিন্ন কারিগরি বিশেষিত সেবা প্রদান করে থাকে ।
- ন্যাশনাল ওশ্যানোগ্রাফি রিসার্স ইনিস্টিটিউট ।
- হাই টেক পার্ক ইত্যাদি ।