এগ্রোকেমিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল রির্সাচ বিভাগ খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ,তার পরিনতি, বিতরন এবং ডিগ্রেডেশনের উপর গবেষণা করে আসছে ।এছাড়া অজৈব ধাতুর অবশিষ্টাংশ বিশ্লেষন ও পরিবেশে এর প্রভাব সর্ম্পকে গবেষণা কার্যক্রমে যুক্ত আছে । সেই লক্ষে IFRB তে ১৯৯০ সালে IAEA এর কারিগরী সহায়তায় একটি ল্যাবরেটরী স্থাপন করা হয়।
লক্ষ্য সমুহ
বাংলাদেশের খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals ,trace elements এর অবশিষ্টাংশ সর্ম্পকে বর্তমান অবস্থা জানা।
বাংলাদেশের ADI এবং MRL নির্ণয়ের জন্য পেষ্টিসাইড রেসিডিউ ডাটা সরবরাহ করা ।
খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের পরিনতি এবং distribution এর উপর গবেষণা।
মানুষসহ পরিবেশের নিরাপত্তার জন্য রেগুলেটরী অথরিটির মাধ্যমে কীটনাশকের কার্যকরী ব্যবহার নিশ্চিত করা।
খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপস্থিতি নির্ণয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী - বেসরকারী প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা।
গবেষণা কার্যক্রম
খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals , trace elements এর অবশিষ্টাংশ বিশ্ল্ষেণ।
খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ,তার পরিনতি, বিতরন এবং ডিগ্রেডেশনের উপর গবেষণা ।
খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals , trace elements এর অবশিষ্টাংশ বিশ্ল্ষেনের জন্য Trial এবং Validation এর মাধ্যমে নতুন পদ্ধতির উদ্ভাবন।
বাংলাদেশে কীটনাশকের পরিনতি এবং বিতরন পর্যবেক্ষণ
অর্জিত সাফল্য
Nuclear techniques এর মাধ্যমে ধান মাছ Ecosystem এ chloropyrifos, malathion এবং carbofuran কীটনাশকের পরিনতি এবং বিতরন পর্যবেক্ষণ ।
গবেষণাগারটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহকৃত পানি, মাটি, ফলমূল ও শাকসব্জির নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপর তথ্য প্রদান করে যা দেশের কীটনাশক নিয়ন্ত্রনের জন্য প্রয়োজন ।
বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত কীটনাশক এবং heavy metals , trace elements এর বিভিন্ন Analytical পদ্ধতির উদ্ভাবন ।
গবেষণাগারটি খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপস্থিতি নির্ণয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী - বেসরকারী প্রতিষ্ঠানকে সেবা দিয়ে রাজস্ব আয় করে আসছে।
অন্যান্য(ভবিষ্যত পরিকল্পনা )
কীটনাশকের অবশিষ্টাংশ বিশ্লেষণে Good Laboratory Practices (GLP) প্রতিষ্ঠা করা ।
Bangladesh Accreditation Board এর সহযোগীতায় Laboratory Accreditation এর কাজ চলছে ।