Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০১৭

এগ্রোকেমিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইউনিট

ভূমিকা

এগ্রোকেমিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল রির্সাচ বিভাগ খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ,তার পরিনতি, বিতরন এবং ডিগ্রেডেশনের উপর গবেষণা করে আসছে ।এছাড়া অজৈব ধাতুর অবশিষ্টাংশ বিশ্লেষন ও পরিবেশে এর প্রভাব সর্ম্পকে গবেষণা কার্যক্রমে যুক্ত আছে । সেই লক্ষে IFRB  তে ১৯৯০ সালে IAEA এর  কারিগরী সহায়তায় একটি ল্যাবরেটরী স্থাপন করা হয়। 
 

লক্ষ্য সমুহ 

  •  বাংলাদেশের  খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals ,trace elements এর  অবশিষ্টাংশ সর্ম্পকে বর্তমান অবস্থা জানা।
  • বাংলাদেশের  ADI এবং MRL নির্ণয়ের জন্য পেষ্টিসাইড রেসিডিউ ডাটা সরবরাহ করা ।
  • খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের পরিনতি এবং distribution এর উপর গবেষণা।
  • মানুষসহ পরিবেশের নিরাপত্তার জন্য রেগুলেটরী অথরিটির মাধ্যমে কীটনাশকের কার্যকরী ব্যবহার নিশ্চিত করা।
  • খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপস্থিতি নির্ণয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী - বেসরকারী প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা। 

গবেষণা কার্যক্রম 

  •  খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals , trace elements এর অবশিষ্টাংশ বিশ্ল্ষেণ। 
  • খাদ্য এবং পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ,তার পরিনতি, বিতরন এবং ডিগ্রেডেশনের উপর গবেষণা । 
  • খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশক এবং heavy metals , trace elements এর অবশিষ্টাংশ বিশ্ল্ষেনের জন্য Trial এবং Validation এর মাধ্যমে নতুন পদ্ধতির উদ্ভাবন। 
  • বাংলাদেশে কীটনাশকের  পরিনতি এবং বিতরন পর্যবেক্ষণ 

অর্জিত সাফল্য

  • Nuclear techniques এর মাধ্যমে ধান মাছ Ecosystem এ chloropyrifos, malathion  এবং carbofuran কীটনাশকের  পরিনতি এবং বিতরন পর্যবেক্ষণ । 
  • গবেষণাগারটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহকৃত পানি, মাটি, ফলমূল ও শাকসব্জির নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপর তথ্য প্রদান করে যা দেশের কীটনাশক নিয়ন্ত্রনের জন্য  প্রয়োজন ।
  • বাংলাদেশে সাধারণভাবে ব্যবহৃত কীটনাশক এবং heavy metals , trace elements এর বিভিন্ন  Analytical পদ্ধতির উদ্ভাবন ।
  •  গবেষণাগারটি খাদ্য ও পরিবেশের নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশের উপস্থিতি নির্ণয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী - বেসরকারী প্রতিষ্ঠানকে সেবা দিয়ে রাজস্ব আয় করে আসছে। 

অন্যান্য(ভবিষ্যত পরিকল্পনা )

  •  কীটনাশকের অবশিষ্টাংশ বিশ্লেষণে  Good Laboratory Practices (GLP) প্রতিষ্ঠা করা ।
  • Bangladesh Accreditation Board এর সহযোগীতায় Laboratory Accreditation এর কাজ চলছে ।