Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), সিলেট, সিলেট-৩১০০ ।

এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
ডাক বাক্স নং-৬৭, সিলেট -৩১০০।
ফোন: ৯৯৬৬৩২২৪৫, ই-মেইল : nmcsyl@gmail.com

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিগত প্রায় চার দশকেরও অধিক সময় ধরে সর্ববৃহৎ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে  দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে

  • পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের লক্ষ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন দ্বারা আত্ননির্ভরশীলতা অর্জন;
  • ভৌত, জীব ও প্রকৌশল শাখার বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মৌলিক, ব্যবহারিক ও উন্নত গবেষণা কর্মসূচীর অগ্রগতি সাধন;
  • পারমাণবিক শক্তি (পারমাণবিক বিদ্যুৎ) বিষয়ক কর্মসূচীর বাস্তবায়ন;
  • পারমাণবিক প্রযুক্তি নির্ভর সেবামূলক কর্মকান্ড ভিন্ন ভিন্ন প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া;
  • কৃষি, শিল্প, স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির প্রয়োগ;
  • পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন;
  • বিকিরণজনিত নিরাপত্তা  চর্চা প্রতিষ্ঠাকরণ;
  • খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে পরমাণু প্রযুক্তির ব্যবহার।
  • চিকিৎসা সেবায় পরমাণু প্রযুক্তির ব্যবহার সম্প্রসারন

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

১.  Assessment of Vitamin D level according to age & gender with casual association.

২.  DMSA renal scan findings in congenital anomalies of kidneys.

 

প্রদত্ত সেবা 

পরমাণূ চিকিৎসা সেবা গ্রহীতা :

  • ২০২২-২০২৩  অর্থ বছরে ২২,৯৯৩ জন রোগী সেবা গ্রহন করেন।
  • ২০২৩-২০২৪ অর্থ বছরে  ৩৩,৩০১ জন রোগী সেবা গ্রহন করেন।
  • ২০২৪-২০২৫ অর্থ বছরে ২৩০০০ রোগীকে সেবা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

স্টেকহোল্ডারদের অবহিতকরণ বিষয়ক সেমিনার/কর্মশালাঃ

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে স্টেকহোল্ডারদের অবহিতকরণ বিষয়ে আয়োজিত সেমিনার/কর্মশালাঃ

ক) ২০২২-২০২৩ অর্থ বছরে মোট ২ টি এবং ২০২৩-২০২৪ এ অর্থ বছরে মোট ২ টি সেমিনারের আয়োজন করা হয়।

২০২৪-২০২৫ অর্থ বছরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে ১ টি সভা আয়োজন করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়।

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে সভার আয়োজনঃ

ক) ২০২২-২০২৩ অর্থ বছরে ১ টি  সভার আয়োজন করা হয়।

সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিতকরণ বিষয়ে আয়োজিত সেমিনারঃ

ক) ২০২২-২০২৩ সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে ২ টি সেমিনারের আয়োজন করা হয়।

২০২৪-২০২৫ অর্থ বছরে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহনে ১ টি সভা আয়োজন করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়।

 

অর্জন

ক) রেডিও আইসোটোপ ভিত্তিক পরীক্ষার রিপোর্ট দ্রুততার সাথে প্রদান।

খ) সিটিস্ক্যান পরীক্ষা চালুকরণ।

গ) লিভারের ইলোষ্টোস্ক্যান পরীক্ষা চালুকরণ।

ঘ) থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগীদের এল ডি এস পরীক্ষা চালুকরণ।

ঙ) ই-টোকেন মেশিন দিয়ে সেবাগ্রহীতাদের সিরিয়াল প্রদান।

চ) ই-মেইলের মাধ্যমে রিপোর্ট প্রদান।

ছ) ডিজিটাল হাজিরার মাধ্যমে উপস্থিতি নিশ্চিতকরণ।

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান

দেশ ও বিদেশে বিভিন্ন সেমিনার ও ট্রেনিং এ বিজ্ঞানীরা অংশ গ্রহন করছেন ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিগত ২০১৯ খ্রিঃ হতে ২০২৪ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন সময়ে  মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিউক্লিয়ার মেডিসিন এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে এ কার্যক্রম চলমান রয়েছে।

 

যোগাযোগ/জনবল

এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
ডাক বাক্স নং-৬৭, সিলেট -৩১০০ ।
ফোন: ৯৯৬৬৩২২৪৫, ই-মেইল : nmcsyl@gmail.com

এখানে ক্লিক করুন