Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), কুষ্টিয়া, কুষ্টিয়া-৭০০০

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
লাহিনী দক্ষিণ-পাড়া, কুষ্টিয়া সদর-৭০০০।
ফোন: ৪৭৭৭৯৬৮৪৮, ই-মেইল:

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ভূমিকাঃ

বাংলাদেশের কুষ্টিয়া জেলায় প্রথম পরমাণু চিকিৎসা কেন্দ্র হিসেবে গত ১৪ নভেম্বর ২০২৩ হতে যাত্রা শুরু করে।

 

লক্ষ্যঃ  

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের লক্ষ্যে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন দ্বারা আত্ননির্ভরশীলতা অর্জন।

 

উদ্দেশ্যঃ

নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের প্রধান উদ্দেশ্যগুলো হল:

রোগ নির্ণয়: আধুনিক ইমেজিং প্রযুক্তি ও অত্যাধুনিক ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ শনাক্ত করা।

চিকিৎসা প্রদান: রেডিওফার্মাসিউটিক্যাল ব্যবহার করে বিভিন্ন রোগের থেরাপি।

রোগ পর্যবেক্ষণ: চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন।

গবেষণা ও উন্নয়ন: নতুন প্রযুক্তি ও পদ্ধতির উদ্ভাবন।

নিরাপত্তা: রেডিওঅ্যাকটিভ উপাদানের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা।

শিক্ষা ও প্রশিক্ষণ: চিকিৎসক ও টেকনোলজিস্টদের দক্ষতা উন্নয়ন।

এই উদ্দেশ্যগুলো রোগ নির্ণয় ও চিকিৎসায় উন্নত সেবা নিশ্চিত করে।

 

চলমান গবেষণা ও উন্নয়ন

  • Thyroglossal duct cyst management in case of benign & Malignant conditions.
  • Social stigmata of patients with differentiated Thyroid cancer & how to overcome: Perspective Bangladesh.
  • Pulse wave pattern & Doppler spectrum of Different thyroid disease.
  • Radiation dose assessment around patients in SPECT unit DTPA renogram & bone scan (Tc-99)
  • Radiation dose assessment in Hot Lab and compare with international safety series.
  • Radiation dose assessment around patients in Whole Body iodine scan.
  • Evaluation the shielding calculation of Hot Lab Using standard protocol.
  • Comparison the Commissioning/Calibration data SPECT Machin & Thyroid scan Machin.
  • Evaluation Daily QC data of BMD machine.
  • Comparison of beam profile using physical and enhance dynamic wages.
  • Correlation of family history with congenital hypothyroidism child.
  • HRUS evaluation of different types of FB sensitivity.
  • Thyroid status of pregnant women attending thyroid clinic/ outdoor of a tertiary hospital.
  • Thyroid status of radiation workers in different facilities.
  • Co-relation of F/H with congenital hypothyroid babies.
  • Demographic status of thyroid disease among women of reproductive age in Kushtia: An observational study.
  • Prevalence of osteoporosis in carcinoma thyroid patients with levothyroxine suppressive dose: An observational study.

ইনস্টিটিউটের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া যার প্রেক্ষিতে আধুনিকীকরণের মাধ্যমে নিউক্লিয়ার মেডিসিনে মান সম্মত সেবা প্রদান নিশ্চিত করা হয়। এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা যন্ত্রের মান নিয়ন্ত্রণ ও কারিগরী প্রশিক্ষণসহ ইত্যাদির মাধ্যমে নিয়মিতভাবে সম্পন্ন করা হয়।

 

দেশী-বিদেশী জার্নালে গবেষণা পত্র প্রকাশঃ

অত্র ইনস্টিটিউটের চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ তাদের গবেষণা কর্মকান্ড সমূহ বিভিন্ন দেশী ও বিদেশী জার্নালে প্রকাশ করেন এবং বিভিন্ন গবেষণা কর্মকান্ড চলমান রয়েছে। গত দেড় বছরে অত্র ইনস্টিটিউটের চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ বিভিন্ন জাতীয়/আর্ন্তজাতিক সম্মেলনে/জার্নালে ১৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

 

প্রদত্ত সেবা

সিন্টিগ্রাফী বিভাগ:

এই বিভাগে আধুনিক গামা ক্যামেরা ব্যবহার করে রেডিও আইসোটোপের সাহয্যে মস্তিস্ক, অস্থি, কিডনী, লিভার, ব্রেস্ট, হৃদযন্ত্র, ফুসফুস সহ শরীরের বিভিন্ন অঙ্গের রোগ ও কার্যকারিতা সঠিক ভাবে নিরুপন করা হয়। নিম্নে পরীক্ষাসমূহের নাম পেশ করা হল:

  • Central Nervous System Imaging
  • Cisternography
  • Radiocolloid Liver, biliary tract and gastrointestinal tract imaging
  • Hepatobiliary imaging
  • The gastro-intestinal tract scintigraphy, Gastro-intestinal bleeding
  • Meckel's diverticulum study,Gastric emptying,Oesophageal transit & Gastro-oesophageal
  • Reflux study.
  • Imaging of skeletal system
  • Scanning of Pulmonary system
  • Phleboscintigraphy
  • Lymphoscinitgraphy
  • Myocardial Perfusion imaging

অন্যান্য পরীক্ষাসমূহ: Shunt patency study, Salivary gland imaging, Parathyroid imaging ইত্যাদি।

 

নিউক্লিয়ার নেফ্রোলজি বিভাগ:

স্বল্প মাত্রার নির্দিষ্ট রেডিওফার্মাসিউটিক্যাল এবং গামা ক্যামেরা ব্যবহার করে রেডিওনিউক্লাইড রেনাল সিন্টিগ্রাফী এর মাধ্যমে রোগীদের বিভিন্ন মুত্র ও প্রজনন সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা যায়। নিউক্লিয়ার নেফ্রোলজি বিভাগ বর্তমানে নিম্নলিখিত সেবা সমূহ প্রদান করে থাকে।

  • Kidney DTPA study (Renogram)
  • Kidney Scan-Planar & Spect (DMSA)
  • GFR+Renogram (Camera)
  • GFR (Camera)
  • Captopril Renogram
  • Visco-uretic reflux (VUR)
  • Renal cortical scintigraphy
  • Radionuclide cystography
  • Testicular scan

 

থাইরয়েড বিভাগ:

থাইরয়েড বিভাগ নিনমাস এর একটি অন্যতম প্রধান শাখা। এই শাখার থাইরয়েড বিশেষজ্ঞ ও দক্ষ টেকনোলজিষ্টগন গলগন্ড, থাইরোটক্সিকোসিস ও থাইরয়েড ক্যান্সার সহ থাইরয়েডের সব ধরণের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী এই থাইরয়েড বিভাগের সেবা নিতে আসেন। রোগী দেখা ছাড়াও এই বিভাগ থেকে থাইরয়েডের ওপর গবেষণা মূলক কাজ করা হয়।

  • Thyroid Uptake
  • Thyroid scan
  • Thyroid Ultrasonogram
  • In vitro পরীক্ষা: T3, T4, TSH, FT3 FT4, Tg, TPOAb, TRAb এবং anti-Tg হরমোনের মাত্রা নির্ণয়।

 

থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা

  • Thyrotoxic রোগীর I-131 থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী পর্যবেক্ষণ
  • Hypothyroid এবং thyroiditis রোগীর সেবা প্রদান
  • Thyroid Cancer রোগীর I-131 থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী পর্যবেক্ষণ।

 

রেডিওইমিওনোএসে বিভাগ:

এই ইনষ্টিটিউটের একটি দক্ষ ইন ভিটরো ল্যাবরেটরি আছে। এই ল্যাবরেটরিতে Radioimmunoassay (RIA) ও অত্যাধুনিক CLIA পদ্ধতিতে শরীরের বিভিন্ন হরমোন মাত্রা সূক্ষভাবে পরিমাপ করা হয়। বহু পূর্ব থেকেই এই ল্যাবরেটরিতে Serum total T4 total T3 free T4, free T3, serum TSH. serum prolactin, serum follicular stimulating hormone (FSH), serum testosterone, serum progesteron, leutinizing hormone (LH), Phosphate-serum antigen (PSA), Thyroid Receptor Antibody (TRAb), Thyroglobulin Antibody (TGAB), Estradiol (E2), Cortisol (F) etc.-সহ বিভিন্ন হরমোন পরিমাপ করা হয়। বর্তমানে হরমোনের পরিমাপ ছাড়াও বিভিন্ন Tumour Marker যেমন Tg. CEA, CA-125, CA 19-9, PSA, Alphafeto Protein ইত্যাদি এখানে নিয়মিত নির্ণয় করা হচ্ছে। রক্ত স্বল্পতাজনিত বিভিন্ন রোগের কারন নির্ণয়েও এই ল্যাবরেটরি একটি বিশেষ ভূমিকা রাখছে।

 

আল্ট্রাসাউন্ড এন্ড কালার ডপলার বিভাগ:

বাংলাদেশে আলট্রাসনোগ্রাফি প্রযুক্তি বিস্তারে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। নিউক্লিয়ার মেডিসিন  ইনষ্টিটিউটের আল্ট্রাসনোগ্রাম বিভাগ একটি অত্যান্ত ব্যস্ত বিভাগ এবং বর্তমানে সাধারণত বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্র থেকে বিশেষজ্ঞ মতামতের জন্য প্রেরিত রোগীর আল্ট্রাসনোগ্রাম এখানে নিয়মিত করা হয়। এছাড়াও 3D, 4D, Color Doppler, High Resolution Ultrasonography সহ বিভিন্ন পরীক্ষা করা হয়।

 

রোগ নির্ণয়:

  • সবধরনের abdominal USG, Hepatobiliary system, renal system, gynecological ইত্যাদি।
  • গর্ভধারন সম্পর্কিত: pregnancy profiles, biophysical profile, scan for anomalies.
  • Small parts USG with high frequency probe: breast,testes,eye,thyroid,parotid,brain ইত্যাদি।
  • Musculoskeletal USG.
  • Superficial USG: Subcutaneous lesions, Hernia, Foreign body ইত্যাদি।

 

Doppler:

  • বিভিন্ন ধরনের Color and Power Doppler পরীক্ষাসমূহ:
  • Peripheral vascular Doppler: for PVD, DVT, varicose veins etc.
  • Portal venous Doppler for cirrhosis, portal hypertension.
  • Carotid Doppler: For ischemia, stenosis;
  • Renal Doppler: For renal artery stenosis, transplant study;
  • Penile Doppler: For erectile dysfunction;
  • Umbilical cord Doppler: IUGR, placental insufficiency;
  • Tumor vascularity;
  • Testicular torsion.

➤ Transrectal: Prostate

Transvaginal: Pelvic pathologies. Infertility cases for folliculometry.

3D & 4D: Various organs, especially fetal studies for congenital anomaly.

> Biopsy: USG guided biopsy from different organs, e.g., kidney, liver, tumor, thyroid, ইত্যাদি ।

> Aspiration: Aspiration of liver abscess, pleural effusion, ascites, ইত্যাদি।

 

বোন মিনারেল ডেনসিটোমেট্রি (BMD):

ইনমাস, কুষ্টিয়ার আরেকটি আধুনিক সংযোজনের নাম BMD। হাড়ের ক্ষয় রোগ (Osteoporosis) বা ঝুকির মাত্রা সম্পর্কে পরীক্ষাটির মাধ্যমে গুরত্বপূর্ন তথ্য পাওয়া যায়।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

 

নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের সেবার স্টেকহোল্ডারদের সংক্ষিপ্ত বর্ণনা:

রোগী ও পরিবার: রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা গ্রহণকারী।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী: রোগ নির্ণয় ও থেরাপির জন্য তথ্য ব্যবহারকারী।

হাসপাতাল ও ক্লিনিক: নিউক্লিয়ার মেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট: যন্ত্র পরিচালনা ও সেবার নিরাপত্তা নিশ্চিতকারী।

সরবরাহকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠান: রেডিওফার্মাসিউটিক্যাল ও যন্ত্রপাতি সরবরাহকারী।

গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান: প্রযুক্তি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর।

সরকার ও নিয়ন্ত্রক সংস্থা: নিরাপত্তা ও নীতিমালা প্রণয়নকারী।

 

 

অর্জন

২০২৩ থেকে ৩০ অক্টোবর ২০২৪, পর্যন্ত সময়ের মধ্যে সর্বমোট ৬৬১১ টি পরীক্ষা সম্পাদন ও থেরাপি প্রদান করা হয় এবং বিপূল রাজস্ব সংগৃহীত হয়।

অত্র ইনস্টিটিউটের চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ তাদের গবেষণা কর্মকান্ড সমূহ বিভিন্ন দেশী ও বিদেশী জার্নালে প্রকাশ করেন এবং বিভিন্ন গবেষণা কর্মকান্ড চলমান রয়েছে। গত ২ বছরে অত্র ইনস্টিটিউটের চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ বিভিন্ন জাতীয়/আর্ন্তজাতিক সম্মেলনে/জার্নালে ১৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান

অত্র কেন্দ্রের পরিচালক, অন্যান্য ডাক্তার এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহকারীগণ আল্ট্রাসনোগ্রাম এবং নিউক্লিয়ার মেডিসিন এর উপর দেশে ও বিদেশে স্বল্প মেয়াদী বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ আয়োজন ও অংশগ্রহন করেন।

 

সময়সূচী

অ্যাপয়েন্টমেন্ট:

অত্র ইনস্টিটিউটের সব পরীক্ষার জন্য পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নেয়া আবশ্যক। অ্যাপয়েন্টমেন্ট -এর জন্য অভ্যর্থনা কাউন্টারে যোগাযোগ করুন। পরীক্ষা বা চিকিৎসার দিন ভিড় এড়াতে আপনি পূর্বাহ্নেই ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন।

 

রোগী এন্ট্রির সময়:

১. আলট্রাসনোগ্রাম      সকাল ৮:৩০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত     (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)

২. সিন্টিগ্রাফী (স্ক্যান)    সকাল ৮:৩০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত     

৩. হরমোন পরীক্ষা      সকাল ৮:৩০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত     

৪. থাইরয়েড            সকাল ৮:৩০ হতে দুপুর ০১:০০ পর্যন্ত

 

পরীক্ষার সময়:

১. আলট্রাসনোগ্রাম       সকাল ৮:৩০ হতে দুপুর ০২:০০ পর্যন্ত  (পূর্বনির্ধারিত Appointment অনুসারে)

২. সিন্টিগ্রাফী (স্ক্যান)     সকাল ৮:৩০ হতে দুপুর ০২:০০ পর্যন্ত

৩. হরমোন পরীক্ষা       সকাল ৮:৩০ হতে দুপুর ০২:০০ পর্যন্ত

৪. থাইরয়েড             সকাল ৮:৩০ হতে দুপুর ০২:০০ পর্যন্ত

 

রিপোর্ট প্রদানঃ

১. আলট্রাসনোগ্রাম রিপোর্ট পরীক্ষার দিন দুপুর ০২:০০ ঘটিকার পর আলট্রাসনোগ্রাম অভ্যর্থনা হতে প্রদান করা হয়।

২. সিন্টিগ্রাফী রিপোর্ট নির্ধারিত দিন দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউন্টার হতে প্রদান করা হয়।

৩. হরমোন রিপোর্ট নির্ধারিত দিন দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউন্টার হতে প্রদান করা হয়।

৪. শুধু থাইরয়েড রিপোর্ট পরীক্ষার পরদিন দুপুর ০২:০০ ঘটিকার পর অভ্যর্থনা কাউন্টার হতে প্রদান করা হয়।

 

যোগাযোগ/জনবল

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
লাহিনী দক্ষিণ-পাড়া, কুষ্টিয়া সদর-৭০০০।
ফোন: ৪৭৭৭৯৬৮৪৮, ই-মেইল:

এখানে ক্লিক করুন