Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), যশোর, যশোর-৭৪০০ ।

 যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাস
শঙ্করপুর, যশোর সদর, যশোর-৭৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৭০০, ৪৭৭৭৯৫৬৯৬, ই-মেইল : directorinmasjashore@gmail.com

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস), যশোর ২০২৩ সালে বাংলাদেশ পরমাণূ শক্তি কমিশন এর তত্ত্বাবধানে "দেশে ৮ টি INMAS প্রতিষ্ঠা" প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি এখন পারমাণবিক ওষুধ এবং অন্যান্য সুবিধা যেমন SPECT-CT, CT স্ক্যান, BMD, আল্ট্রাসাউন্ড, ইন-ভিট্রো ল্যাবরেটরি এবং অন্যান্য সুবিধা সহ সম্পূর্ণরূপে চালু রয়েছে। প্রতিষ্ঠানটি রেডিওনিউক্লাইড এবং অন্যান্য ইমেজিং, বায়োমার্কার, হরমোন এবং রক্ত ​​​​পরীক্ষার পাশাপাশি থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা এবং ফলো-আপ সহ ডায়াগনোস্টিক ও থেরাপিউটিক সেবাগুলো প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানটি সারা দেশে নিউক্লিয়ার মেডিসিন এবং সংশ্লিষ্ট বিজ্ঞানকে এগি্যে নিতে গবেষণা ও একাডেমিক কার্যক্রম প্রদান করছে।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

  • Installation and rendering service by Seimens SPECT-CT, Mediso Spect, Thyroid Camera, Siemens Advia Centaur Immunoassay, Messiah Gamma Counter, Ultrasound machines, and others.

 

প্রদত্ত সেবা

  • BMD (বোন মিনারেল ডেনসিটি) 
  • সিটি স্ক্যান 
  • গামা ক্যামেরা 
  • সাধারণ 
  • ইন-ভিট্রো ল্যাব 
  • থাইরয়েড 
  • আল্ট্রাসাউন্ড 

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

ইনমাস, যশোর হতে প্রদত্ত সেবা নিম্নোক্ত ক্যাটাগরির স্টকহোল্ডারগণ পেয়ে থাকেনঃ

১। সাধারণ জনগণঃ রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা নিতে অসুস্থ ও সাধারণ রোগীরা নায্যমূল্যে সেবা পেয়ে থাকেন।

২। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীঃ প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পরিচালনা করা, নিউক্লিয়ার মেডিসিন ও অন্যান্য সেক্টরে প্রশিক্ষণ, পাঠদান, ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে থাকে।

৩। অন্যান্যঃ মানবসম্পদ উন্নয়নে নিউক্লিয়ার মেডিসিন ও অ্যালায়েড সায়েন্সের প্রাসঙ্গিক বিশেষ কর্মসূচি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

অর্জন

প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ অর্জনসমূহ নিম্নে তুলে ধরা হলঃ

১। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি হতে ১৩৩৫ জন রোগী ও সাধারণ জনগণ রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পেয়েছেন (৩০ জুন ২০২৪ পর্যন্ত)। প্রতিষ্ঠানটিতে নিউক্লিয়ার মেডিসিন ও অন্যান্য সেক্টরে সেবাদান পুরোদমে চলমান রয়েছে।

২। জনশক্তি উন্নয়ন (Manpower Development)

৩। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা

 

যোগাযোগ/জনবল

যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাস
শঙ্করপুর, যশোর সদর, যশোর-৭৪০০।
ফোন: ৪৭৭৭৯৫৭০০, ৪৭৭৭৯৫৬৯৬, ই-মেইল : directorinmasjashore@gmail.com

এখানে ক্লিক করুন