Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস(ইনমাস), রাজশাহী, রাজশাহী-৬০০০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
ডাক বাক্স নং-৩৫, রাজশাহী-৬০০০।
ফোন: ০২৫৮৮৮৫০৯২২, ই-মেইল : inmasrajshahi@baec.gov.bd

 

আমাদের সম্পর্কে

পরমাণু শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে ব্যবহার করাই পরমাণু চিকিৎসার মূল উদ্দেশ্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস প্রতিষ্ঠানটি অন্যতম পুরাতন পরমাণু চিকিৎসা প্রতিষ্ঠান স্বাধীনতার পূর্ব থেকেই এর কার্যক্রম শুরু করে। ২০২১ সালে প্রতিষ্ঠানটি আধুনিকায়ন সুসম্পন্ন হয়। এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক ডুয়েল হেড স্পেক্ট গামা ক্যামেরা, সিঙ্গেল হেড স্পেক্ট গামা ক্যামেরা, থাইরয়েড গামা ক্যামেরা, থাইরয়েড আপটেক সিস্টেম, আটোমেটেড গামা কাউন্টার, CLIA System, বি.এম.ডি, আল্ট্রাসনোগ্রাম, কালার ডপলার যন্ত্র ছাড়াও আরো আনুসঙ্গিক যন্ত্রপাতি রয়েছে। বর্তমানে দক্ষ জনশক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম নিম্নে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করা হলো।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। গবেষণা প্রবন্ধ দেশী/বিদেশী জার্নালে প্রকাশ করা হয় এবং বৈজ্ঞানিক সেমিনারে উপস্থাপন করা হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের গবেষণা তত্ত্বাবধায়ন ও গবেষনা সহায়তা প্রদান করা হয়। পরমাণু চিকিৎসা বিষয়ক দক্ষ জনবল তৈরি করতে রাজশাহী মেডিকেল কলেজে অধ্যায়নরত এমডি/ এমএস কোর্সের রেসিডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র-ছা্ত্রী, বিভিন্ন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ডিপ্লোমা এবং বিএসসি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

প্রদত্ত সেবা 

ক) সিন্টিগ্রাফি 

১। বোন স্ক্যান: প্রাইমারি এবং সেকেন্ডারি বোন টিউমার, অস্থির প্রদাহ, অকাল্ট বোন ফ্র্যাকচার, স্ট্রেসফ্রাকচার, অস্টিওপরোসিস, মেটাবলিক বোন বোন ডিজিজ ইত্যাদি নির্ণয়ে বিশেষ উপযোগী।

২। থাইরয়েড স্ক্যান: থাইরয়েডের আকার, আকৃতি, অবস্থান, বিকৃতি, নডিউলের প্রকারভেদ, লিঙ্গুঁয়াল থাইরয়েড ইত্যাদি নির্ণয়ে বিশেষ ভূমিকা  রয়েছে।

৩। থাইরয়েড আপটেক: থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা দেখা হয়।

৪। প্যারাথাইরয়েড স্ক্যান: প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান, গঠন এবং কার্যক্ষমতা দেখা হয়।

৫। ডি টি পি এ রেনোগ্রাম: কিডনির আকার, আকৃতি, অবস্থান, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, প্রতিটি কিডনির আলাদাভাবে কার্যক্ষমতা পরিমাপ করা হয়।

৬। রেনাল স্ক্যানঃ কিডনির ক্ষতা, টিউমার, একটোপিক কিডনি, কিডনির বিকৃত ইত্যাদি নির্ণয়ে করা হয়।

৭। হাইডা স্ক্যান: পিত্তথলি এবং বিলিয়ারি ট্রি-র কার্যক্ষমতা, অ্যাকিউট ও ক্রোনিক কোলিসিসটাইসিসি নির্ণয়ে ভূমিকা রয়েছে।

৮। মেকেলস ডাইভারটিকুলাম স্ক্যান: এটি গ্যাস্ট্রিক মিউকোসাই অবস্থিত অস্বাভাবিকতা সনাক্ত করতে ব্যবহৃত হয়।

 

(খ) রেডিওইমিনোঅ্যাসে (আর.আই.এ): এই প্রতিষ্ঠানে মানুষের শরীরের হরমোনের মাত্রা নির্ণয়ের জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। বর্তমানে টি৩, টি৪, এফটি৩, এফটি৪, টিএসএইচ, এলএইচ, এফএসএইচ, প্রল্যাক্টিন, টেসটস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টিজি, টিজিএবি, পিটিএইচ, টিআরএবি, টিপিও এবি, ভিটামিন বি পরীক্ষা করা হচ্ছে।

(গ) ক্যামিলুমিনেসেন্স ইমিউনোএ্যাসে (ক্লিয়া): দ্রুততম সময়ে রিপোর্ট প্রদানের লক্ষ্যে অতি সম্প্রতি অত্যাধুনিক ক্লিয়া পদ্ধতি সংযোজিত হয়েছে। বর্তমানে ভিটামিন ডি এবং পিটিএইচ হরমোন নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।

(ঘ) আল্ট্রাসনোগ্রাম: এখানে দক্ষ চিকিৎসক দ্বারা লিভার, গলব্লাডার, বিলিয়ারি ট্রি, প্যানক্রিয়াস, প্লিহা, কিডনি, ইউটেরাস, ওভারি, মূত্রথলি, ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাম থাইরয়েডসহ শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের আল্ট্রসনোগ্রাম করা হয়।

(ঙ) কালার ডপলার: এর দ্বারা শরীরের বিভিন্ন অংশের বিশেষ করে হাত, পা ও গলার রক্তনালীর পরীক্ষা করা হয়। এর সাহায্যে গর্ভবতী মহিলার বাচ্চার জন্মগত ত্রুটি ও গর্ভকালীন শিশুর বৃদ্ধি নিরুপন করা হয়।

(চ) বিএমডি: অস্থির ভঙ্গুরতার সম্ভাবনা, অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস রোগ নির্ণয়ের জন্য যন্ত্রটি অদ্বিতীয়।

(ছ) চিকিৎসা সেবা:

১। থাইরোটক্সিকোসিস

২। থাইরয়েড ক্যান্সার (ডিফারেনসিয়েটেড)

৩। হাইপোথাইরয়ডিজম।

৪। চোখের টেরিজিয়াম অপারেশনের পর বিটা রেডিয়েশন থেরাপি

৫। ফলোআপ।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

  • স্বাস্থ্যসেবা গ্রহীতা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের প্রধান স্টেক হোল্ডার। এছাড়াও
  • ডাক্তার মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য স্টাফগন
  • স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং গবেষনা করতে আগ্রহী ছাত্র-ছাত্রী এবং গবেষকগণ
  • অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
  • মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান

ইনমাস, রাজশাহী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের পরমাণু চিকিৎসা সেবা প্রদানে বিশেষ অবদান রেখে চলেছে।

 

অর্জন

ইনমাস রাজশাহীতে সাম্প্রতিক সময়ে সেবাদান কার্যক্রম উল্রেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানের গবেষণাগার ব্যবহার করে ২৭ জন ছাত্র-ছাত্রী ইনপ্লান্ট ট্রেনিং ৭৮ জন ছাত্র-ছাত্রী ল্যব মেডিসিন ট্রেনিং এবং ০৯ ছাত্র এমডি/এম.এস রেসিডেন্ট অ্যাটাচমেন্ট ট্রেনিং সম্পন্ন করেছে। চারটি প্রবন্ধ জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে। ৫২৫৮৬ রোগীকে পরমাণু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

যোগাযোগ/জনবল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
ডাক বাক্স নং-৩৫, রাজশাহী-৬০০০।
ফোন: ০২৫৮৮৮৫০৯২২, ই-মেইল : inmasrajshahi@baec.gov.bd

এখানে ক্লিক করুন