দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ফোন: +৮৮-০২-৭৭৯০১৬৫, ফ্যাক্স: +৮৮-০২-৭৭৮৮১৮৯,৭৭৮৯৪৭২ ই-মেইল: dg.aere@baec.gov.bd |
মহাপরিচালক, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান |
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান(পশগপ্র) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের(বাপশক) প্রধান গবেষণা প্রতিষ্ঠান যা ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন শাখায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ প্রয়োগের জন্য কাজ করে থাকে। ১৯৭৪ সালে সাভারের গণকবাড়ির ২৫৯ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ১৯৭৫ সালে এএইআরই অস্তিত্ব লাভ করে। এটি ঢাকা শহরের প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান মহাপরিচালক (ডিজি) দ্বারা পরিচালিত হয় এবং পরিচালকগণ ইনস্টিটিউট/ইউনিট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করে। ডিজি অফিসে কেন্দ্রীয় প্রশাসন ও সংস্থাপন বিভাগ এবং কেন্দ্রীয় অর্থ ও হিসাব বিভাগ রয়েছে।
বর্তমানে, ১২টি গবেষণা ইনস্টিটিউট ও একটি বৈজ্ঞানিক তথ্য ইউনিট পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান -এর অন্তর্ভুক্ত রয়েছে যা পারমাণবিক শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে প্রধানত গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।