Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২৫

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), পাবনা, পাবনা-৬৬০০

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
কাশিপুর, ছাতিয়ানী, পাবনা সদর, পাবনা-৬৬০০।
ফোন: ৫৮৮৮০৮৭২, ই-মেইল : inmaspabna@gmail.com

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

  • পারমানবিক প্রযুক্তিনির্ভর সেবামূলক কর্মকান্ড প্রান্তিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া
  • কৃষি, শিল্প, স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষেত্রে পরমাণু প্রযুক্তির প্রয়োগ
  • পারমানবিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ্য মানবসম্পদ উন্নয়ন
  • বিকিরণজনিত নিরাপত্তা চর্চা
  • নিউক্লিয়ার মেডিসিনের উপর বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ কোর্স চালুকরণ
  • সেবার মান আরও উন্নত করণ

 

চলমান গবেষণা ও উন্নয়ন

  • Correlation of TPOAb with USG findings of thyroid gland in hypothyroid patients.
  • Spectrum of HRUS findings of inguinoscrotal region in INMAS Pabna.
  • LDS and TgAb findings in thyroid carcinoma patients after radioiodine ablation.
  • Status of hypothyroidism in thyrotoxicosis patients after calculative dose of radioactive iodine therapy.
  • Status of hypothyroidism in thyrotoxicosis patients after fixed dose regiment radioiodine therapy.
  • Evidence of bony metastasis after CT and RT of prostatic carcinoma.
  • Evidence of bony metastasis after CT and RT of breast carcinoma.
  • Level of radioactivity surrounding area of hot lab.

 

প্রদত্ত সেবা

  • আল্ট্রাসনোগ্রাম।
  • হাই-রেজ্যুলেশন আল্ট্রাসনোগ্রাম।
  • কালার ডপলার।
  • থাইরয়েড স্ক্যান ও থাইরয়েড আপটেক পরীক্ষা।
  • আয়োডিন থেরাপি (থাইরোটক্সিকোসিস রোগীর জন্য)।
  • বোন স্ক্যান।
  • রেনোগ্রাম ও রেনাল স্ক্যান।
  • বি এম ডি পরীক্ষা।
  • বিভিন্ন হরমোন পরীক্ষা।
  • থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের চিকিৎসা।
  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পাঠদান।
  • উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে গবেষণা।
  • বিভিন্ন জনসচেতনতামূলক সেমিনার আয়োজন।

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

  • পাবনা সদর হাসপাতালের ভর্তি রোগীসমূহ।
  • পাবনা সদর হাসপাতালের আউটডোরের রোগীসমূহ।
  • পাবনা মানসিক হাসপাতালের রোগীসমূহ।
  • পাবনা জেলার বিভিন্ন উপজেলার রোগীসমূহ।
  • পাবনা জেলার আশেপাশের জেলাসমূহের রোগীসমূহ
  • দেশের বিভিন্ন স্থান হতে রেফার্ডকৃত রোগীসমূহ

 

অর্জন

অক্টোবর/২০২৩ইং হতে অক্টোবর/২০২৪ইং পযর্ন্ত

  • মোট রোগী=৪১৫৬ জন
  • মোট ইনকাম=৩০,৩৮,৯৩০/-

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান

জাতীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার মানদন্ড উন্নয়নের লক্ষ্যে গবেষণা প্রকল্প চলমান।

 

যোগাযোগ/জনবল

 পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস
কাশিপুর, ছাতিয়ানী, পাবনা সদর, পাবনা-৬৬০০।
ফোন: ৫৮৮৮০৮৭২, ই-মেইল : inmaspabna@gmail.com

এখানে ক্লিক করুন