সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)
দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
মেডিকেল ফিজিক্স প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে একটি স্বয়ং সম্পূর্ণ মেডিকেল ফিজিক্স ইনস্টিটিউট হবে এটি ছিল দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। সেই নিরিখে আগস্ট ০৩, ২০১৪ ইং তারিখে কমিশনের এক বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় “মেডিকেল ফিজিক্স ডিভিশন” নামে একটি নতুন বিভাগ আত্মপ্রকাশ করে। উন্নত বিশ্বে একজন মেডিকেল ফিজিসিস্টকে কাজ করার জন্য যথাযথ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে হয়। বাংলাদেশে মেডিকেল ফিজিক্স শিক্ষার সুযোগ খুবই অপ্রতুল। কমিশনের সাভারস্থ এইআরই ক্যাম্পাসে “ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স স্থাপন” নামে একটি এডিপি প্রকল্পের কাজ চলছে যা বাস্তবায়নে এই বিভাগটি প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে। এই মেডিকেল ফিজিক্স বিভাগ এবং বাস্তবায়নাধীন মেডিকেল ফিজিক্স ইনস্টিটিউট যৌথভাবে কাজ করে দক্ষ মেডিকেল ফিজিক্স পেশাজীবি ও টেকনোলজিস্ট তৈরি করবে এবং পাশাপাশি সেবা কার্যক্রম অব্যাহত রাখবে। ফলে মেডিকেল ফিজিক্স প্রযুক্তি প্রয়োগে দেশে আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।
মেডিকেল ফিজিক্স প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও সেবা প্রদান এই বিভাগের প্রধান উদ্দেশ্য।
Nuclear PET, Hybrid SPECT/CT এবং Medical LINAC এর উপর গবেষণা কার্যক্রম চলছে।
শিক্ষা-বিষয়ক কার্যক্রমঃ
মেডিকেল ফিজিক্স প্রযুক্তির উপর একাডেমিক কার্যক্রম ২০০৯ সাল থেকে শুরু হয়েছে।
মেডিকেল ফিজিক্স প্রযুক্তি ব্যবহার করে তিনজন MSc Student -এর থিসিস-এর কাজ সম্পন্ন হয়েছে।
মেডিকেল ফিজিক্স প্রযুক্তি ব্যবহার করে দুইজন MSc Student -এর থিসিস-এর কাজ সম্পন্ন চলছে।
বর্তমানে প্রাপ্য সেবাসমূহঃ
মেডিকেল ফিজিক্স যন্ত্রাদি যেমন PET/CT, SPECT/CT, Medical LINAC, Medical Cyclotron ইত্যাদির স্পেসিফিকেশন তৈরি করা।
LINAC সেট আপ, কমিশনিং, ক্যালিব্রেশন করা।
PET/CT সেট আপ, কমিশনিং, ক্যালিব্রেশন করা।
ভবিষ্যত সেবাসমূহঃ
দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ক্যান্সার রোগী ব্যবস্থাপনায় চাহিদামত দক্ষ মেডিকেল ফিজিক্স সেবা প্রদান।
মেডিকেল ফিজিক্স যন্ত্রাদির কমিশনিং, সেট আপ, ক্যালিব্রেশন, গ্রহণযোগ্যতা পরীক্ষা ইত্যাদি সম্পন্ন করা।
অর্জিত সাফল্যঃ
আন্তর্জাতিকঃ
জাতীয়ঃ
মেডিকেল ফিজিক্স প্রযুক্তি
IMRT Thorax Phantom
২। ভবিষ্যত গবেষণা
মেডিকেল LINAC
PET/CT
মেডিকেল Cyclotron
ব্রাকিথেরাপী