সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)
দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্স, কুমিল্লা
জি.পি.ও বক্স নং-৪৮, কুমিল্লা-৩৫০০।
১. ভূমিকা:
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের একটা দিক হল চিকিৎসা ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার। পরমাণু চিকিৎসা একটি বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি যেখানে রোগ নির্ণয় এবং চিকিৎসা জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চিকিৎসা ক্ষেত্রে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দেশের সরকারী মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে ১৪টি পরমানু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র পরিচালনা করছে। পরমাণু চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্র কুমিল্লা তাদের মধ্যে একটি। কেন্দ্রটি সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ। কেন্দ্রে একটি SPECT গামা ক্যামেরা, একটি প্লানার গামা ক্যামেরা, থাইরয়েড আপটেক সিষ্টেম, বোন মিনারেল ডেনসিটোমিটার, আল্ট্রাসনোগ্রাম, কালার ডপলার, দ্বি/ত্রি মাত্রিক আল্ট্রাসনোগ্রাম, সু-সজ্জিত RIA ল্যাবরেটরী আছে। তাছাড়া হাইপার থাইরয়েড এবং থাইরয়েড ক্যান্সার রোগীদের জন্য তেজস্ক্রীয় আয়োডিন থেরাপির ব্যবস্থা, টেরিজিয়াম রোগের শল্য চিকিৎসা পরবর্তী বিটা-রেডিয়েশন থেরাপি ব্যবস্থা আছে।
২. লক্ষ্য:
পরমাণু শক্তি তথা তেজস্ক্রিয় রেডিও আইসোটোপ ব্যবহার করে রোগ নির্ণয়, ক্ষেত্র বিশেষে চিকিৎসা এবং গবেষণা করা হয়। কুমিল্লা এবং এতদঅঞ্চলের জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করাই এ কেন্দ্রের মূল উদ্দেশ্য। চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি এতদঅঞ্চলের মেডিকেল ও কারিগরী কলেজের শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের এতদবিষয়ে শিক্ষাদান করাও একটি লক্ষ্য।
৩. কার্যক্রম/কর্মকান্ড (গবেষণা/উন্নয়ন/সেবা):
গবেষণা কার্যক্রম:
বর্তমানে নিম্মলিখিত গবেষণা কার্যক্রম চলিতেছে :
· Carotid artery stenosis in patients with peripheral vascular disease.
· Comparison of Bone mineral density changes of femoral neck and lumber spine in osteoporosis.
· Incidence of Ca-thyroid in Bangladesh.
· Spectrum of bone mineral disease in greater Comilla region.
উন্নয়ন কার্যক্রম (মানব সম্পদ):
· কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এর ছাত্র-ছাত্রীদের অত্র ইনস্টিটিউট পরমাণু চিকিৎসা প্রযুক্তি ও কালার ডপলার, RIA, আল্ট্রাসনোগ্রাফী ইত্যাদি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
· অত্র কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রতি মাসের দুই দিন পরমাণু চিকিৎসা প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়।
· কুমিল্লা মেডিকেল কলেজে নিয়মিত সেমিনারে প্রতিবছর অংশগ্রহন করা হয়।
উন্নয়ন কার্যক্রম (অবকাঠামো):
. ২টি থেরাপী কক্ষ নির্মাণ। ক্যান্সার থাইরয়েড রোগীদের চিকিৎসা দেয়ার জন্য
· “Strengthening of the Centre of Nuclear Medicine and Ultrasound at SSMC (Mitford), Comilla and Faridpur”-শীর্ষক প্রকল্পের অধীনে ২০০৮ইং সালে অত্র কেন্দ্রে SPECT, Color Doppler মেশিন সরবরাহ।
· সাবষ্টেশন ও একটা অত্যাধুনিক জেনারেটর স্থাপন করা হয়েছে। উল্লেখ্য যে, নতুন সাষ্টেশন লাইন নির্মাণ করা হয়েছে।
· তাছাড়া কেন্দ্রের তৃতীয় তলার গেষ্টদের রান্না করার জন্য একটি কিচেন করা হয়েছে।
সেবা কার্যক্রম:
অত্র ইনস্টিটিউট থেকে ২০১৭-১৮ইং সালে জুন মাস সর্বমোট ১৭৫৯৫ রোগীর রোগনির্ণয় বা চিকিৎসা সেবা দেয়া হয়েছে যার মধ্যে আইসোটোপ স্ক্যান ৬৮৬, RIA রোগীর সংখ্যা ৯২২১, আল্ট্রাসনোগ্রাফী রোগীর সংখ্যা ৭৫২৮, থাইরোটক্সিকসিস ৮০ এবং থাইরয়েড ক্যান্সার রোগীর সংখ্যা ৬০, বিটা অ্যাপ্লিকেশন রোগীর সংখ্যা ৯, ফলোআপ রোগীর সংখ্যা ৭৯৭ এবং বি.এম.ডি রোগীর সংখ্যা ১০১১।
তাছাড়া অত্র কেন্দ্রে নিয়মিতভাবে নিম্মবর্ণিত সেবা প্রদান করা হচ্ছেঃ-
· Radionuclide Imaging :
Bone Scan, Renogram, Renal Scan, Thyroid Scan, Liver Scan, RBC Scan etc.
· Radionuclide Therapy:
1. থাইরোটক্সিকসিস ও থাইরয়েড ক্যান্সারে রেডিও আয়োডিন চিকিৎসা।
2. চোখে টেরিজিয়াম অপারেশনের পর বিটা রেডিয়েজম দেওয়া হয়।
· Radioimmunoassay :
T3, T4, TSH, FT3, FT4, TG, Thyroid Microsomal Antibody, FSH, LH, Prolactin,Testostorone, Estradiol, Progesterone etc.
· Ultrasound
1. General Ultrasound (Whole Abdomen, Lower/Upper Abdomen, Pregnancy Profile, HBS,KUB etc.)
2. High Resolution Ultrasound (Thyroid, scrotum, Breast, Endocavitary Studies etc.)
· Color Doppler:
Lower Limbs, Upper Limbs, Carotid Arteries, Testis, Pregnancy etc.
· BMD
· থাইরয়েড ক্লিনিক : থাইরয়েড রোগীদের পরামর্শ (Follow up) প্রদান করা হয়। Follow up of Different Tyroid disorders.
৪.অর্জিত সাফল্য: